বুধবার থেকে দক্ষিণবঙ্গে হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশ থাকবে মেঘলা। উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন বিহারের কাছে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর পশ্চিমে সরবে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব পড়বে।