পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা বর্তমানে উত্তর অন্ধপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আজ অর্থাৎ বুধবার এবং আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের ৫টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।