আগামী পাঁচ দিন রাজ্য সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে চলবে বৃষ্টি। তবে এ বছর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, দার্জিলিং এবং কালিম্পংয়ে। পাশাপাশি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামীকাল বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
Latest Weather Updates Of West Bengal