এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দুটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবে আগামী এক সপ্তাহ আমাদের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। একইসঙ্গে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এবং আগামী ২৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়া চলবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।