scorecardresearch
 
Advertisement

West Bengal Weather Update: আগামী ৪৮ ঘন্টা চলবে বৃষ্টি, আশঙ্কা নিম্নচাপেরও

West Bengal Weather Update: আগামী ৪৮ ঘন্টা চলবে বৃষ্টি, আশঙ্কা নিম্নচাপেরও

রাজ্যে বৃষ্টি যেমন চলছে, আপাতত তেমনই চলবে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।  বুধবার হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal) যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, আগামী আরও ৪৮ ঘণ্টা তেমনই চলবে। তারপর থেকে ধীরে ধীরে তা কমতে পারে। একই পূর্বাভাস উত্তরেও। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণের মতো উত্তরবঙ্গেও (North Bengal) আগামী আগামী ৪৮ ঘণ্টা চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে ৭-৮ তারিখ নাগাদ তা অনেকটাই কমে যাবে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর (South Andaman Sea) ও সংলগ্ন এলাকায় বর্তমানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।  আগামী ৬ তারিখ নাগাদ সেটি নিম্নচাপে এবং ৮ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

West Bengal Weather Update, cyclonic alert

Advertisement