scorecardresearch
 
Advertisement
বিশ্ব

খাবার দেখলেই ভয়! ১০ বছর ধরে পাঁওরুটি খাচ্ছে এই কিশোর

ফুড ফোবিয়া
  • 1/7

১২ বছরের কিশোর। আর পাঁচজন সম-বয়স্কের মতোই তার সব কিছু। কিন্তু, খাওয়া দাওয়া সবার থেকে আলাদা। বলা ভালো একেবাবেই আলাদা। তার খাবারের মেনুতে থাকে শুধু পাঁওরুটি ও দই। 

ফুড ফোবিয়া
  • 2/7

শুনলে অবাক হবেন, গত ১০ বছর ধরে একই খাবার প্রতিদিন খায় ওই কিশোর। অন্য কিছু মুখেই তোলে না। সন্তানকে অন্য খাবার খাওয়ানার চেষ্টা করেছে বাবা-মা। তবে সফল হননি। বরং অন্য কোনও খাবার মুখে দিলেই কাঁদতে শুরু করে দেয় ওই কিশোর। 
 

ফুড ফোবিয়া
  • 3/7

কথা হচ্ছে ব্রিটেনের নরফোক শহরের এশটন ফিশারের। ১২ বছরের ওই কিশোরের খাদ্যাভাস নিয়ে খুব চিন্তিত তাঁর মা-বাবা। প্রথম প্রথম অন্য কিছু খাওয়ানোর চেষ্টাও করতেন। তবে সফল না হয়ে ওই দম্পতি এশটনকে নিয়ে যান চিকিৎসকের কাছে। 

Advertisement
ফুড ফোবিয়া
  • 4/7

 এশটনের মা কারা জানান, 'আমার ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি সব পরীক্ষা করে জানালেন এশটনের খাবারের প্রতি ভয় রয়েছে। একে বলে ফুড ফোবিয়া। চিকিৎসক আমাদের জানান এশটন পাঁওরুটি ছাড়া অন্য কোনও খাবার দেখলেই ভয় পায়।' 

ফুড ফোবিয়া
  • 5/7

বিশেষজ্ঞরা জানিয়েছেন, Avoidant Restrictive Food Intake Disorder রয়েছে এশটনের। সেই কারণে, নির্দিষ্ট দুই একটা খাবার ছাড়া অন্য কিছু দেখলে সে ভয়ে সিঁটিয়ে যায়। কান্নাকাটি শুরু করে। 
 

ফুড ফোবিয়া
  • 6/7

কারা জানান, এশটনের খাওয়া দাওয়া নিয়ে তারা এখনও পর্যন্ত এই টুকু তথ্যই পেয়েছেন। তবে তাঁর সন্তান খুব ভয় আর আতঙ্কের মধ্যে থাকে। সেটাই তাঁদের কাছে সবথেকে চিন্তার। 

ফুড ফোবিয়া
  • 7/7

যদি বসে নেই ওই দম্পতি। কারা জানিয়েছেন, বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দেওয়া হচ্ছে এশটনকে। সে পাঁওরুটি ছাড়া আর কী ভালোবাসে বা খেতে পারবে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে।  

Advertisement