আগামী ৩ নভেম্বর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেবের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে এখন উত্তেজনায় ফুটছে মার্কিন মুলুক। তার মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দাবি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কারণে সেই দেশে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ১৮টি প্রচারসভা করেছেন ট্রাম্প। আর সেই প্রচার সভার কারণেই ৩০ হাজার মার্কিন নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭০০’রও বেশি। এমনটাই দাবি করছেন স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে সমীক্ষা করেছেন তার নাম দিয়েছেন— ‘দ্য এফেক্টস অব লার্জ গ্রুপ মিটিংস অন দ্য স্প্রেড অব কোভিড-১৯: দ্য কেস অব ট্রাম্প র্যালিজ’। গবেষকদের দাবি, যে সব জায়গায় ট্রাম্প জনসভা করেছেন, সেখানে জীবনের বিনিময়ে মূল্য চোকাতে হয়েছে সাধারণ মানুষকে।
ওই সমীক্ষায় দেখা গিয়েছে, গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে মোট ১৮টি সভা করেছেন ট্রাম্প। গবেষকদের দাবি, সেই বিপুল জনসমাগম থেকেই ৩০ হাজারেরও বেশি মানুষকে কোভিড আক্রান্ত হতে হয়েছে। মারা গিয়েছেন ৭০০’রও বেশি মানুষ।
করোনা সংক্রমণে বিশ্বের মধ্যে এক নম্বরে রয়েছে আমেরিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবারের নির্বাচনে করোনা মোকাবিলায় গাফিলতির অভিযোগ তুলেছে বিরোধীরা। তারপরেও ট্রাম্পের লাগামহীন ভাবে নিজের নির্বাচনী জনসভা করেছেন। এমনকি করোনা থেকে সেরে উঠে মাস্ক ছাড়াই বিভিন্ন র্যালিতে অংশ নিতে দেখা গিয়েছে ট্রাম্পকে। এর জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে।
গবেষকদের দাবি, এমনিতেই আমেরিকায় মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো নির্দেশ মানায় খামতি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনও বড় জমায়েত থেকে যে সংক্রমণের মাত্রা আরও বাড়বে, সে ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তা মানা হয়নি। যেখানে ট্রাম্প সভা করেছেন, সেখানকার বাসিন্দাদের এজন্য বড় মাশুল গুনতে হয়েছে। সভার আগে সংক্রমণের চেহারা আর সভার পরে তার পরিবর্তন খুঁটিয়ে দেখেই এই সিদ্ধান্তে এসেছেন বিশেষজ্ঞরা।
ভোট প্রচারের শেষ মুহূর্তে স্বাভাবিক ভাবেই এই সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করেছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী তথা জো বাইডেন। ট্যুইটের বাইডেন লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের পরোয়া করেন না। এমনকী, নিজের সমর্থকদের ব্যাপারেও ওঁর কোনও মাথাব্যথা নেই।’’