scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Joe Biden on Kabul Attack : ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুলে হামলা! আশঙ্কা বাইডেনের

Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_one
  • 1/8

আফগানিস্তান (Afghanistan)-এর রাজধানী কাবুল (Kabul)-এ ফের হামলা হতে পারে। এমনই আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকার সেনা কমান্ডার। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালানো হতে পারে সেখানে।

Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_two
  • 2/8

বাইডেনের সতর্কবার্তা
শনিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) কাবুল বিমানবন্দরে হামলার ব্যাপারে সতর্ক করেছেন। তিনি এই বিষয়ে খোলসা করার পাশাপাশি জানিয়েছেন, সেনা কমান্ডার তাঁকে জানিয়েছেন, আমেরিকার নাগরিক এবং সেনার ওপর আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্য়ে ফের হামলা হতে পারে।

Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_three
  • 3/8

তবে তিনি দেশের নাগরিকদের ফিরিয়ে আনার ওপর ফের জোর দিয়েছেন। জানিয়েছেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার কাজ চালু থাকবে।

Advertisement
Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_four
  • 4/8

সেনা জানাচ্ছে
আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তার দল আশঙ্কা করেছে, কাবুল (Kabul)-এ ফের আতঙ্কবাদী হামলা হতে পারে। হোয়াইট হাউজের এক আধিকারিক জানাচ্ছেন, আফগানিস্তান থেকে দেশের মানুষকে ফিরিয়ে আনার কাজ অন্যতম কঠিন এক কর্মসূচি।

Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_Five
  • 5/8

ড্রোন হানা
আফগানিস্তানে আমেরিকার সেনা ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে। আর এই হামলার জেরে আইএস (IS)-এর দুই ষড়যন্ত্রকারী খতম হয়েছে বলে দাবি করা হয়েছে। দিন কয়েক আগে কাবুলে হামলায় ১৬৯ জন আফগান এবং ১৩ জন মার্কিন মারা গিয়েছেন।

Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_six
  • 6/8

এদিকে, হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন (US President Joe Biden)। তার ২৪ ঘণ্টার মধ্যে বড়সড় ব্যবস্থা নিলেন। কাবুল বিস্ফোরণের পাল্টা দিল আমেরিকা। আইএস (IS)-এর ওপর এয়ারস্ট্রাইক করল মার্কিন সেনা।

Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_Seven
  • 7/8

বিমানে হামলা
শুক্রবারই আইএস (IS)-কে কড়া বার্তা দিয়েছিলেন জো বাইডেন। আর তারপরই হাতেনাতে ব্যবস্থা। আমেরিকা আইএসআইএস-কে (ISIS-K) নামে জঙ্গি সংগঠনকে জবাব দিল। বলা হচ্ছে, মানবচালিত বিমান দিয়ে নাঙ্গরহারে আইএসআইএস-কে-র ওপর হামলা করা হয়েছে। মূল চক্রী খতম হয়েছে। 

Advertisement
Afghanistan_Crisis_US_President_Joe_Biden_fears_another_attack_on_Kabul_soon_Taliban_captured_that_country_abk_Eight
  • 8/8

এয়ারস্ট্রাইকের পর আমেরিকা কাবুল বিমানবন্দর থেকে সরে আসার বার্তা দেওয়া হয়েছে। তারা আশঙ্কা করছে, ফের সেখানে হামলা হতে পারে। পেন্টাগনের তরফ থেকে দাবি করা হয়েছে, টার্গেটকে খতম করে দেওয়া হয়েছে। আইএসআইএস-কে-র ওপর ড্রোন হামলা করা হয়েছে।

কাবুল বিস্ফোরণ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) আতঙ্কবাদীদের কড়া হুঁশিয়ারি দিলেন। তাঁর বার্তা, ওই মৃত্যুর দাম চোকাতে হবে। আমরা ভুলব না। তোমাদের ক্ষমা করা হবে না। আমরা বেছে বেছে শিকার করব। কাবুলের হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট খুরাসান প্রান্ত (ISKP)।

Advertisement