আমেরিকা সেনা সরানোর প্রক্রিয়া শুরু করার পর থেকেই শিরোনাম দখল করে নিয়েছে আফগানিস্তান। সেই দেশের কথা বললেই এখন বিশ্ববাসীর চোখে ভেসে ওঠে রক্ত, হিংসা, বোমাবাজি, মৃত্যু। কিন্তু, আফগানিস্তানের আলাদা ছবিও আছে। আর তা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়়া।
হেরাত ন্যাশনাল মিউজিয়াম : আফগানিস্তানের পুরোনো শহর হেরাতে অবস্থিত এই মিউজিয়াম। এক সময় এটি ধ্বংস করা হয়েছিল। তবে পরে আফগান সরকারের তরফে ফের আগের চেহারায় ফিরিয়ে আনা হয়। এটিও সেই দেশের অন্যতম দর্শনীয় জায়গা।
জামের মিনার : পূর্ব আফগানিস্তানে অবস্থিত এই মিনার বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান। হারি নদীর তীরে ঘোর রাজ্যের সাহরাক জেলায় অবস্থিত। ৬৫ মিটার উচু এই মিনার, সম্পূর্ণ পোড়া মাটির ইট দিয়ে ১১৯০ সালে তৈরি হয়।
পামির পাহাড় : মধ্য এশিয়ার এই পামির পাহাড়কে বিশ্বের অন্যতম সুন্দর জায়গা বলে মনে করেন পর্যটকরা। এই পাহাড় দেখতে প্রতিবার প্রচুর পর্যটক আসেন আফগানিস্তানে।
বামইয়ানের বুদ্ধ : আফগানিস্তানে বামইয়ান বুদ্ধধর্মাবলম্বী মানুষের তৈরি স্থাপত্য-শিল্পকলার জন্য বিখ্যাত। দেশের মধ্যভাগে অবস্থিত এই জায়গায় আশলে বুদ্ধধর্মের প্রসার হয়েছিল। এখানে আজও হিন্দু, মুসলিম, বৌদ্ধ ইত্যাদি সব ধর্মের মানুষ বসবাস করেন।
বন্দ-ই-আমির ন্যাশনাল পার্ক : আফগানিস্তানের আর এক আকর্ষণীয় জায়গা বন্দ-ই-আমির ন্যাশনাল পার্ক। প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই পার্কে সহজে পৌঁছানো মুশকিল। কিন্তু, বামইয়ান শহর হয়ে গেলে এই পার্কে পৌঁছনো বেশ সহজ।