scorecardresearch
 
Advertisement
বিশ্ব

এই শহর আগামী ৫৮ দিন সূর্যের মুখ দেখবে না! কারণ...

এই শহর আগামী ৫৮ দিন সূর্যের মুখ দেখবে না! কারণ...
  • 1/5

এই ঘটনা এই শহরে নতুন কিছু নয়। প্রতি বছর শীতেই এমনটা ঘটে এই শহরে। টানা ৬০-৬২ দিনের জন্য সূর্য ছুটি নেয় এই শহরের আকাশ থেকে।

এই শহর আগামী ৫৮ দিন সূর্যের মুখ দেখবে না! কারণ...
  • 2/5

এই শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত, এর পোশাকি নাম উটকিয়াগভিক (Utqiagvik)। তবে স্থানীয়দের কাছে এই শহর ব্যারো (Barrow) নামেই পরিচিত।

এই শহর আগামী ৫৮ দিন সূর্যের মুখ দেখবে না! কারণ...
  • 3/5

এ বছর ১৯ নভেম্বর শেষবার সূর্যের মুখ দেখেছেন উটকিয়াগভিক শহরের বাসিন্দারা। এ বছর আর সূর্যের দেখা মিলবে না এ শহরের আকাশে। আবার ২২ জানুয়ারি, ২০২১-এ সূর্য দেখবেন ব্যারোর (Barrow) মানুষ।

Advertisement
এই শহর আগামী ৫৮ দিন সূর্যের মুখ দেখবে না! কারণ...
  • 4/5

এই ঘটনাটি ‘পোলার নাইট’ (polar night) বা মেরু রাত্রি হিসাবে পরিচিত এবং এটি প্রতি শীতে উটকিয়াগভিকে ঘটে। তবে শুধু উটকিয়াগভিকেই নয়, আলাস্কার আরও কয়েকটি শহরের মানুষ এমন ‘পোলার নাইট’-এর অভিজ্ঞতার মুখোমুখি হন প্রতি বছর।

এই শহর আগামী ৫৮ দিন সূর্যের মুখ দেখবে না! কারণ...
  • 5/5

টানা ৬০-৬২ দিনের জন্য না হলেও ৭ দিন থেকে এক-দেড় মাস পর্যন্ত সূর্যের দেখা পান না পয়েন্ট হোপ, কাকটোভিক এবং আনাকটুভুক পাস শহরের বাসিন্দারাও।

Advertisement