এই ঘটনা এই শহরে নতুন কিছু নয়। প্রতি বছর শীতেই এমনটা ঘটে এই শহরে। টানা ৬০-৬২ দিনের জন্য সূর্য ছুটি নেয় এই শহরের আকাশ থেকে।
এই শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত, এর পোশাকি নাম উটকিয়াগভিক (Utqiagvik)। তবে স্থানীয়দের কাছে এই শহর ব্যারো (Barrow) নামেই পরিচিত।
এ বছর ১৯ নভেম্বর শেষবার সূর্যের মুখ দেখেছেন উটকিয়াগভিক শহরের বাসিন্দারা। এ বছর আর সূর্যের দেখা মিলবে না এ শহরের আকাশে। আবার ২২ জানুয়ারি, ২০২১-এ সূর্য দেখবেন ব্যারোর (Barrow) মানুষ।
এই ঘটনাটি ‘পোলার নাইট’ (polar night) বা মেরু রাত্রি হিসাবে পরিচিত এবং এটি প্রতি শীতে উটকিয়াগভিকে ঘটে। তবে শুধু উটকিয়াগভিকেই নয়, আলাস্কার আরও কয়েকটি শহরের মানুষ এমন ‘পোলার নাইট’-এর অভিজ্ঞতার মুখোমুখি হন প্রতি বছর।