Advertisement
বিশ্ব

Baloch Liberation Army: পাকিস্তানকে নাকানিচোবানি খাওয়াচ্ছে, কারা এই বালোচ লিবারেশন আর্মি?

৫০০ যাত্রী ভর্তি একটি আস্ত ট্রেনই হাইজ্যাক
  • 1/11

পাকিস্তানের বেলুচিস্তানে বোলান জেলায় ৫০০ যাত্রী ভর্তি একটি আস্ত ট্রেনই হাইজ্যাক করে রেখেছে বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army)। BLA জানাচ্ছে, এই হাইজ্যাকটি করেছে তাদের ফিদায়েঁ ইউনিট, মজিদ ব্রিগেড ও ফতেহ ব্রিগেড। 
 

ট্রেনটি মুক্ত করতে পারছে না পাকিস্তান
  • 2/11

প্রায় ২৪ ঘণ্টা হতে চলল, এখনও বালোচ লিবারেশন আর্মির হাত থেকে ট্রেনটি মুক্ত করতে পারছে না পাকিস্তান। তারই মধ্যে বিএলএ হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ও চিনকে। বিবৃতিতে বলেছে, পাকিস্তান ও চিন যদি বেলোচিস্তান ছেড়ে না যায়, তাহলে সবাইকে মরতে হবে। 
 

বেলুচিস্তানে বহু আত্মঘাতী হামলা
  • 3/11

পাকিস্তানকে রীতিমতো উত্যক্ত করে রেখেছে এই সংগঠন। বেলুচিস্তানে বহু আত্মঘাতী হামলা অতীতেও চালিয়েছে এই বিএলএ। এমনকী একাধিক চিনা প্রযুক্তিবিদকেও হত্যা করেছে। অনেকের ধারণা, এই বিএলএ আসলে ভারতকে বন্ধু মানে। 

Advertisement
এই সংগঠন বেলুচিস্তানে খুবই সক্রিয়
  • 4/11

না, এরকম নয়। বেলুচিস্তানের এই বিদ্রোহী সংগঠনের সঙ্গে ভারতের দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই। এই সংগঠন বেলুচিস্তানে খুবই সক্রিয়। ২০০০ সালের শুরুর দিকে তৈরি হয় এই সংগঠন। এদের মূল লক্ষ্য, পাকিস্তানের রাজনীতি ও অর্থনীতি থেকে আলাদা হয়ে পৃথক দেশ।
 

পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ বেলুচিস্তান
  • 5/11

পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ বেলুচিস্তান। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকেই আলাদা হওয়ার দাবি জানিয়েছে বেলুচিস্তান প্রদেশ। 
 

পাকিস্তান থেকে পৃথক হতেই লড়াই চালাচ্ছে
  • 6/11

পাকিস্তান থেকে পৃথক হতেই লড়াই চালাচ্ছে বালোচ বিদ্রোহীরা। পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। 
 

খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুঠ করছে পাকিস্তান
  • 7/11

বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বেলুচিস্তান। খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুঠ করছে পাকিস্তান। 
 

Advertisement
পাকিস্তানে নিষিদ্ধ বিএলএ নামক এই সংগঠন
  • 8/11

পাকিস্তানে নিষিদ্ধ বিএলএ নামক এই সংগঠন। সে দেশে এই সংগঠনকে জঙ্গি সংগঠনের তকমা  দেওয়া হয়েছে আগেই। 
 

জুলফিকার আলি ভুট্টোকে হত্যার চেষ্টা
  • 9/11

আব্দুল মাজিদ বালোচ, যিনি ১৯৭৪ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোকে হত্যার চেষ্টা করেছিলেন। 
 

 ৬টি ভয়াবহ হামলা চালিয়েছে বিএলএ
  • 10/11

২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৫-এর ট্রেন হাইজ্যাক, ৬টি ভয়াবহ হামলা চালিয়েছে বিএলএ গোষ্ঠী। 
 

একাধিক বিদ্রোহী গোষ্ঠী জন্ম নিতে শুরু করে
  • 11/11

১৯৪৭ সালে বেলুচিস্তানে স্বাধীনতা ঘোষণা করা হয়। ইংরেজরা কালাত রাজ্য থেকে সরে যায়। তখন খান অফ কালাতের সঙ্গে ১৯৪৮ সালের মার্চে পাকিস্তান একটি সমঝোতা করে। বলা হয়, সেই সমঝোতার পর থেকেই একাধিক বিদ্রোহী গোষ্ঠী জন্ম নিতে শুরু করে বেলুচিস্তানে। পাকিস্তান, ব্রিটেন এবং আমেরিকা বিএলএ জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। পাকিস্তানের দাবি, ভারত সহ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি বিএলএ-কে মদত দিচ্ছে।
 

Advertisement