Advertisement
বিশ্ব

Sunita Williams Returns To Earth: বিশ্বের গর্ব সুনীতার মহাকাশ জীবন কেমন ছিল? রইল সব ছবি, ভারতেও আসছেন শীঘ্রই

  • 1/20

২৮৬ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন NASA-র মহাকাশচারী সুনীতা উইলিয়মস ও বুচ উইলমোর। 
 

  • 2/20

ভারতীয় সময় আজ অর্থাত্‍ বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লোরিডা উপকূলে সুনীতাদের নিয়ে সমুদ্রে নামে স্পেস এক্স-এর ক্রু ড্রাগন।
 

  • 3/20

২৮৬ দিন মহাকাশে কাটিয়ে, ৪৫৭৭ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং ১৯৫.২ মিলিয়ন কিলোমিটার পথ পেরিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।
 

Advertisement
  • 4/20

তিনি ও তার সহকর্মী বুচ উইলমোর মূলত আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন, কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁদের পুরো ৯ মাস মহাশূন্যে কাটাতে হয়েছে।
 

  • 5/20

মঙ্গলবার সকালে সুনীতা উইলিয়ামস ও তাঁর ক্রু স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে যাত্রা শুরু করেন। 
 

  • 6/20

১৭ ঘণ্টার দীর্ঘ এই যাত্রা অত্যন্ত কঠিন ছিল, বিশেষ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়, যখন প্রচণ্ড ঘর্ষণের ফলে মহাকাশযানের বাইরের অংশ আগুনের গোলার মতো হয়ে ওঠে।
 

  • 7/20

নাসা ও স্পেসএক্সের নিয়ন্ত্রণকক্ষের নজরদারিতে ড্রাগন সফলভাবে পুনঃপ্রবেশ সম্পন্ন করে এবং আটলান্টিক মহাসাগরে মসৃণভাবে অবতরণ করে।
 

Advertisement
  • 8/20

উদ্ধারকারী জাহাজ তাঁদের উদ্ধার করে, যা এই দীর্ঘ যাত্রার এক স্মরণীয় সমাপ্তি ঘটায়।

  • 9/20

দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। মহাকাশে অভিকর্ষবল ছাড়াই থাকায় শরীরের তরল ওপরে উঠে যায়, ফলে মুখ ফোলা দেখায় এবং পায়ের পেশি দুর্বল হয়ে পড়ে। 
 

  • 10/20

পৃথিবীতে ফিরে এলে এই পরিবর্তনগুলির কারণে শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা ও হাড়ের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 
 

  • 11/20

সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের এখন দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

Advertisement
  • 12/20

সুনীতার প্রত্যাবর্তনের আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি একটি ব্যক্তিগত বার্তা পাঠান। 
 

  • 13/20

তিনি লেখেন, 'যদিও তুমি হাজারো মাইল দূরে, তবু তুমি আমাদের হৃদয়ের কাছাকাছি।' 
 

  • 14/20

প্রধানমন্ত্রী মোদী তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং তাঁর সুস্বাস্থ্যের জন্য শুভকামনা জানান।
 

  • 15/20

এই মিশন আবারও দেখিয়ে দিল যে বোয়িংয়ের স্টারলাইনার প্রকল্প এখনও প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত, যেখানে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ১০০% সফলতা বজায় রেখেছে। 
 

Advertisement
  • 16/20

বোয়িংয়ের স্টারলাইনার এখনও পর্যন্ত একমাত্র মহাকাশযান যা মানুষ নিয়ে গিয়েও শূন্য হাতে ফিরে এসেছে, যা কোম্পানির জন্য বড় চ্যালেঞ্জ।
 

  • 17/20

এই মিশনের পর স্পেসএক্স এখন Axiom-4 মিশনের দিকে মনোযোগ দিচ্ছে, যেখানে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন। 
 

  • 18/20

১৪ দিনের এই মিশন ভারতের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে, প্রায় ৫০ বছর পর রাকেশ শর্মার ঐতিহাসিক মহাকাশ যাত্রার পর ভারত আবার মহাকাশে পদচিহ্ন রাখতে চলেছে।
 

  • 19/20

এই মিশন ভারতীয় মহাকাশ গবেষণার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা ভবিষ্যতে ভারতকে মহাকাশ গবেষণায় নেতৃত্ব দেওয়ার পথে আরও একধাপ এগিয়ে দেবে।
 

Advertisement
  • 20/20

কবে ভারতে আসবেন সুনীতা? এব্যাপারে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে তাঁর ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ডিয়া বলছেন, 'একদম সঠিক কোনও তারিখ বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, অতি শিগগিরিই ও ভারতে আসবে। এই বছরের মধ্যেই।' ফাল্গুনী বলছেন, 'আমরা একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ারও পরিকল্পনা করে রেখেছি। সবাই মিলে একসঙ্গে সময় কাটাতে মুখিয়ে রয়েছি সকলে।'

Advertisement