scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Bird Flu : ইংল্য়ান্ডে এই প্রথম বার্ড ফ্লুতে মৃত্যু সামুদ্রিক প্রাণীর, উদ্বেগে বিজ্ঞানীরা

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk one
  • 1/10

Bird Flu: বার্ড ফ্লু সংক্রমণের এক দুর্লভ মামলা নজরে এল। এই সংক্রমণের ফলে এক সামদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছে। ইংল্যান্ডের এক বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে বার্ড ফ্লুর কারণে ৫টি হাঁস, সামুদ্রিক সিল আর এক শেঁয়ালের মৃত্যু হয়েছে। 

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk two
  • 2/10

আর এই কারণে দুনিয়ার বিজ্ঞানীরা বেশ চিন্তায় পড়েছেন। তাঁদের আশঙ্কা, এই রোগ সমুদ্রে ছড়িয়ে পড়লে তো ফল হতে পারে মারাত্মক। দুনিয়ায় মহামারী এক নতুন আকার নেবে। যা মারাত্মক ক্ষতি করতে পারে।

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk three
  • 3/10

এই সংক্রমণ ২০২০ সালের শেষ মাসে ছড়িয়েছিল। তবে এখনও পর্যন্ত এ ব্য়াপারে বিস্তারিত তথ্য নেই। কারণ বিজ্ঞানীরা এখনও এটা নিয়ে আলচনা করছেন, খোঁজখবর করছেন। সারা দুনিয়া করোনার সঙ্গে লড়ছে। এর মাঝে ইংল্যান্ড সরকার আতঙ্ক ছড়াতে চায় না।

Advertisement
Bird Flu kills fox swan seal in England scientist are worried abk four
  • 4/10

বিজ্ঞানীরা চিন্তায় পড়েছেন এই কারণে যে বার্ড ফ্লু খুব সহজে স্তণ্যপায়ী প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে না। তবে এখানে সিল এবং শেঁয়াল আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। এ সংক্রান্ত একটি লেখা ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস নামে জার্নালে প্রকাশিত হয়েছে।
 

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk five
  • 5/10

যখন সেগুলির শরীরের নমুনা পরীক্ষা করা হয়, তখন দেখা যায় বার্ড ফ্লুর স্ট্রেইন একবার মিউটেট করে গিয়েছে। এটা এইচ৫এন৮ ভাইরাস ছিল। এই ভাইরাস পাখির দেহ থেকে স্তণ্যপায়ীদের শরীরে পৌঁছতে পেরেছে, কারণ সেটি মিউটেট করতে পেরেছিল। 

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk six
  • 6/10

তবে এই ধরনের মিউটেশন সাধারণ ভাবে মানুষের থেকেও হতে পারে। তবে গত বছর ইংল্যান্ডে মানুষের দেহ থেকে সংক্রমণ ছড়ানোর কোনও খবর পাওয়া যায়নি। 

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk seven
  • 7/10

এই প্রাণীর মৃত্যুর ফলে কোনও মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস পৌঁছয়নি। তবে একটা গবেষণায় জানা গিয়েছে, এইচ৫এন৮ ভাইরাস স্তণ্যপায়ী প্রাণীদের জন্যও বেশ ক্ষতিকারক। 

Advertisement
Bird Flu kills fox swan seal in England scientist are worried abk eight
  • 8/10

তার বন্যপ্রাণীদের হওয়া রোগের ব্য়াপারে সতর্ক থাকতে হবে। কারণ বার্ড ফ্লুর কোনও খতরনাক স্ট্রেইন সমুদ্রে যদি ছড়িয়ে যায়, তা হলে সারা দুনিয়া সঙ্কটে পড়তে পারে।

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk nine
  • 9/10

এর ফলে সমুদ্রে থাকা খাদ্যশৃঙ্খলে প্রভাব পড়তে পারে। মাছেদের মধ্যে এই সংক্রমণ ছড়াতে সমস্যা আরও জটিল হবে।

Bird Flu kills fox swan seal in England scientist are worried abk ten
  • 10/10

ওই গবেষণায় বলা হয়েছে, বার্ড ফ্লু ভাইরাস পাখিদের সংক্রমিত করার জন্যই শক্তিশালী হয়ে উঠেছে। এটা সহজে অন্য প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে না। 

Advertisement