Bird Flu: বার্ড ফ্লু সংক্রমণের এক দুর্লভ মামলা নজরে এল। এই সংক্রমণের ফলে এক সামদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছে। ইংল্যান্ডের এক বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে বার্ড ফ্লুর কারণে ৫টি হাঁস, সামুদ্রিক সিল আর এক শেঁয়ালের মৃত্যু হয়েছে।
আর এই কারণে দুনিয়ার বিজ্ঞানীরা বেশ চিন্তায় পড়েছেন। তাঁদের আশঙ্কা, এই রোগ সমুদ্রে ছড়িয়ে পড়লে তো ফল হতে পারে মারাত্মক। দুনিয়ায় মহামারী এক নতুন আকার নেবে। যা মারাত্মক ক্ষতি করতে পারে।
এই সংক্রমণ ২০২০ সালের শেষ মাসে ছড়িয়েছিল। তবে এখনও পর্যন্ত এ ব্য়াপারে বিস্তারিত তথ্য নেই। কারণ বিজ্ঞানীরা এখনও এটা নিয়ে আলচনা করছেন, খোঁজখবর করছেন। সারা দুনিয়া করোনার সঙ্গে লড়ছে। এর মাঝে ইংল্যান্ড সরকার আতঙ্ক ছড়াতে চায় না।
বিজ্ঞানীরা চিন্তায় পড়েছেন এই কারণে যে বার্ড ফ্লু খুব সহজে স্তণ্যপায়ী প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে না। তবে এখানে সিল এবং শেঁয়াল আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। এ সংক্রান্ত একটি লেখা ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস নামে জার্নালে প্রকাশিত হয়েছে।
যখন সেগুলির শরীরের নমুনা পরীক্ষা করা হয়, তখন দেখা যায় বার্ড ফ্লুর স্ট্রেইন একবার মিউটেট করে গিয়েছে। এটা এইচ৫এন৮ ভাইরাস ছিল। এই ভাইরাস পাখির দেহ থেকে স্তণ্যপায়ীদের শরীরে পৌঁছতে পেরেছে, কারণ সেটি মিউটেট করতে পেরেছিল।
তবে এই ধরনের মিউটেশন সাধারণ ভাবে মানুষের থেকেও হতে পারে। তবে গত বছর ইংল্যান্ডে মানুষের দেহ থেকে সংক্রমণ ছড়ানোর কোনও খবর পাওয়া যায়নি।
এই প্রাণীর মৃত্যুর ফলে কোনও মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস পৌঁছয়নি। তবে একটা গবেষণায় জানা গিয়েছে, এইচ৫এন৮ ভাইরাস স্তণ্যপায়ী প্রাণীদের জন্যও বেশ ক্ষতিকারক।
তার বন্যপ্রাণীদের হওয়া রোগের ব্য়াপারে সতর্ক থাকতে হবে। কারণ বার্ড ফ্লুর কোনও খতরনাক স্ট্রেইন সমুদ্রে যদি ছড়িয়ে যায়, তা হলে সারা দুনিয়া সঙ্কটে পড়তে পারে।
এর ফলে সমুদ্রে থাকা খাদ্যশৃঙ্খলে প্রভাব পড়তে পারে। মাছেদের মধ্যে এই সংক্রমণ ছড়াতে সমস্যা আরও জটিল হবে।