scorecardresearch
 
Advertisement
বিশ্ব

আগামী দেড় মাসের মধ্যে মহাকাশ থেকে আসছে ৭ বড় বিপদ! কতটা ক্ষতির মুখে পৃথিবী?

asteroids
  • 1/9

আগামী দেড় মাসে সাতটি বড় গ্রহাণু পৃথিবীর পাশ থেকে বের হতে চলেছে। তাদের মধ্যে কিছু পিরামিডের চেয়েও বড়। অক্টোবর ও নভেম্বর মাসে এই গ্রহাণুগুলো পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ায় বিজ্ঞানীদের কাজ বাড়ছে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত তাদের আগমনের পথ, গতি এবং ক্ষতির সম্ভাবনা গণনা করছেন। তাদের থেকে পৃথিবীর কোনো বিপদ আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। 

asteroids
  • 2/9

এই সাতটি গ্রহাণুর অধিকাংশই ১৪০  মিটার (৪৫৯ ফুট) এর চেয়ে বড়। এই গ্রহাণুগুলি সম্ভাব্য বিপজ্জনক বস্তুর (PHO) তালিকায় অন্তর্ভুক্ত। এই গ্রহাণুগুলির মধ্যে বৃহত্তম হল ৩৮০ মিটার (১২৪৬ ফুট)। অক্টোবর মাসে ২ টি গ্রহাণু বের হচ্ছে। যেখানে নভেম্বরে ৫ টি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে। আসুন কোন দিন কোন গ্রহাণু বের হবে ... এবং এর থেকে কী বিপদ আছে তা জানা যাক। 

asteroids
  • 3/9

২০ অক্টোবর: 2021 SM3 গ্রহাণু 
এই গ্রহাণু 20 অক্টোবর ২০২১ এ পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে। এর আকার ৩২৮ ফুট থেকে ৭৫৪  ফুট পর্যন্ত হতে পারে। এটির পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা কম,  এটি পৃথিবী থেকে প্রায় ৩২  লক্ষ কিলোমিটার দূরে বেরিয়ে যাবে। তবে মহাকাশ জগতে লক্ষ লক্ষ কিলোমিটারের দূরত্ব খুব বেশি নয়। এক ডিগ্রি পরিবর্তনও বড় বিপর্যয় ঘটাতে পারে। 

Advertisement
asteroids
  • 4/9

২৫ অক্টোবর : 2017 SJ20 
এই গ্রহাণুটি ২০২১ সালের ২৫ অক্টোবর পৃথিবীর কাছাকাছি চলে আসবে। এটির আকার ২৯৫ ফুট থেকে ৬৫৬  ফুট হতে পারে। এটি পৃথিবী থেকে প্রায় ৭১ লক্ষ কিলোমিটার দূর থেকে  অতিক্রম করবে। এমনিতে এটি পৃথিবীর জন্য কোন হুমকির সৃষ্টি করবে না।

asteroids
  • 5/9

২ নভেম্বর : 2017 TS3
 এই গ্রহাণু ৩২১  ফুট থেকে ৭২১ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি পৃথিবী থেকে প্রায় ৫৩ কিমি দূর থেকে  যাবে। কিন্তু এর আকার বিশাল। যদি এর পথের সামান্য পরিবর্তন হয়, তাহলে এটি পৃথিবীর জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এটি একটি সমগ্র রাজ্যকে ধ্বংস করতে পারে। অথবা এটি সমুদ্রে এবড় সুনামি আনতে পারে।
 

asteroids
  • 6/9

১৩ নভেম্বর : 2004 UE
এই গ্রহাণু ৫৫৭  ফুট থেকে ১২৪৬  ফুট লম্বা হতে পারে। এটি পৃথিবী থেকে প্রায় ৪২ লক্ষ কিলোমিটার দূর থেকে যাবে। এটি সম্ভাব্য বিপজ্জনক বস্তুর তালিকায় অন্তর্ভুক্ত একটি গ্রহাণু (PHO)। অর্থাৎ, যদি এটি পৃথিবীতে পড়ে, তবে এটি ব্যাপক ধ্বংসের কারণ হতে পারে। 

asteroids
  • 7/9

২০ নভেম্বর: 2016 JG12 
এই গ্রহাণু ২০  নভেম্বর পৃথিবী থেকে প্রায় ৫৫  লক্ষ কিলোমিটার দূরে অতিক্রম করবে। এর আকার ৬২৩ ফুট। বলা হচ্ছে যে এর গতি খুব দ্রুত কিন্তু বিজ্ঞানীরা তা প্রকাশ করেননি। 

Advertisement
asteroids
  • 8/9

২১ নভেম্বর : 1982 HR 
নভেম্বরের মাস মহাকাশের হুমকির মাঝে কেটে যাবে। 21 নভেম্বর ২০২১ সালে ৯৮৪  ফুট দীর্ঘ গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে। একে 3361 Orpheus  বলা হয়। এটি পৃথিবী থেকে প্রায় ৫৭ লক্ষ কিলোমিটার দূরে থেকে বেরিয়ে যাবে।

asteroids
  • 9/9

২৯ নভেম্বর : 1994 WR12 
এই গ্রহাণুর আকার ৩০১ ফুট থেকে ৬৮৮ ফুট হতে পারে। এটি পৃথিবী থেকে প্রায় ৬১ লক্ষ কিলোমিটার দূরে থেকে বেরিয়ে যাবে। কিন্তু এটিকে বিপজ্জনক গ্রহাণুর শ্রেণীতেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ এর গতি খুবই দ্রুত।

Advertisement