scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Rishi Sunak Hindu Identity: গোসেবা থেকে মন্দিরে পুজো, 'গর্বিত হিন্দু' ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, PHOTOS

UK New PM Rishi Sunak
  • 1/9

বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণ দেওয়ার সময় ঋষি সুনকের হাতের দিকে নজর ছিল সবার। আসলে ডান হাতে লাল সুতো পরেছিলেন। যা হিন্দুধর্মের অভিন্ন অংশ। একাধিকবার নিজের হিন্দু পরিচিতি প্রকাশ করেছেন সুনক।

UK New PM Rishi Sunak
  • 2/9

 হিন্দু পরিচয় নিয়ে রীতিমতো গর্বিত ঋষি সুনক। একবার তিনি বলেছিলেন,'গর্ব করে বলছি আমি হিন্দু। হিন্দু হওয়া আমার পরিচয়ের অংশ।' এমনকি জনগণনায় সময় নিজেকে ভারতীয় ব্রিটিশ বলেই পরিচয় দিয়েছিলেন।

UK New PM Rishi Sunak
  • 3/9

প্রধানমন্ত্রী হওয়ার পর ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলিও সেলিব্রেট করেছেন ঋষি সুনক। সেই ছবি টুইট করে লিখেছিলেন,'ব্রিটেনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করব।'

Advertisement
UK New PM Rishi Sunak
  • 4/9

গত অগাস্টে জন্মাষ্টীমীতে ইসকনের মন্দিরেও গিয়েছিলেন ঋষি সুনক। সেই সময় হিন্দু ভোট নিজের দিকে টানার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।   

UK New PM Rishi Sunak
  • 5/9

ভক্তিবেদান্ত মন্দিরে নিজের হাতে লাল সুতোও বেঁধেছিলেন সুনক। 

UK New PM Rishi Sunak
  • 6/9

একটি প্রতিবেদন অনুযায়ী নিজের টেবিলে সবসময় গণেশ মূর্তি রাখেন সুনক। 

UK New PM Rishi Sunak
  • 7/9

ব্রিটেনের সাউথাম্পটনে বিশাল হিন্দু মন্দির নির্মাণ করেছিল ঋষি সুনকের পরিবার। ওই মন্দির থেকে ধর্মশিক্ষা পেয়েছিলেন তিনি। 

Advertisement
UK New PM Rishi Sunak
  • 8/9

২০২০ সালে গীতা ছুঁয়ে ব্রিটেনের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ঋষি সুনক। তাঁর গোসেবা করার ভিডিও ভাইরাল হয়েছিল। 

UK New PM Rishi Sunak
  • 9/9

২০২০ সালে নিজের দফতরে দরজায় প্রদীপ জ্বালিয়ে দীপাবলি সেলিব্রেট করেছিলেন সুনক। বিবিসি-কে তিনি জানিয়েছিলেন,'মন্দির যাওয়া আমার আস্থার বিষয়। নিজের সন্তানদের মঙ্গলের জন্য প্রার্থনা করি।'

Advertisement