Advertisement
বিশ্ব

বিমান সেবিকাকে অশালীন ভাবে স্পর্শ যাত্রীর! তারপরে যা হল..

  • 1/7

উড়ন্ত বিমানেই এক বিমানযাত্রীর অসভ্যতার শিকার হলেন বিমান সেবিকারা। প্রথমে দুই বিমান সেবিকার সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই ব্যক্তি। তারপরে একজনকে সোজা ঘুষি মেরে দেন। এমনকি জামা খুলেও বিমানে ঘোরাফেরা করতে থাকেন ওই ব্যক্তি। শেষে বাধ্য হয়ে তাকে সিটের সঙ্গে বেঁধে রাখা হয়। জানুন পুরো ঘটনা....(সব ছবি প্রতীকী গেটিইমেজেস)

  • 2/7

এই পুরো ঘটনাটি ঘটেছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানে। এই বিমানটি শনিবার ফিলাডেলফিয়া থেকে আমেরিকার মিয়ামি যাচ্ছিল। ইউএসএ টুডের মতে, তখন একজন যাত্রী বিমান সেবিকাদের সঙ্গে শ্লীলতাহানি এবং দুর্ব্যবহার শুরু করে।

  • 3/7

জানা গিয়েছে, ওই ব্যক্তি বিমানে ড্রিঙ্কস চান। তখন সেটি নিয়ে আনা হলে বিমান সেবিকার সঙ্গে দুব্যবহার করেন ওই ব্যক্তি। 

Advertisement
  • 4/7

রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল বেরি, তার বয়স 22 বছর। তিনি মদ্যপ অবস্থায় বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করেন। এর পরে, যখন কেবিন ক্রু সাহায্যের জন্য আসেন, তখন তিনি তার মুখে ঘুষি মারেন বলে অভিযোগ।
 

  • 5/7

এমনকি পরে শৌচাগার থেকে বের হওয়ার পরে ওই ব্যক্তি জামা খুলেই হাঁটতে থাকে। এতে বাকি যাত্রীরা আপত্তি জানায়। তখন ওই ব্যক্তি তাদের সঙ্গেও বচসাতে জড়িয়ে পড়ে। 

  • 6/7

এরপরেই যাত্রীরা মিলে ম্যাক্সওয়েলকে একটি সিটের কাছে নিয়ে যায়। সেখানে তাকে বসিয়ে বেধে দেয়। 

  • 7/7

ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের মুখপাত্র জানান, বিমানটি অবতরণের পর বেরিকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থেকে তাকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement