টিকটক নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারই এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন তিনি। যাতে TikTok-কে মার্কিন সংস্থাকে বিক্রি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
আমেরিকা এবং চিনের মধ্যে TikTok নিয়ে দীর্ঘ সময় ধরে বিবাদ চলছিল। দেশের সুরক্ষার জন্য TikTok বিপজ্জনক বলে একাধিকবার দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর মালিকানা যদি কোনও মার্কিন সংস্থার হাতে যায়, সেক্ষেত্রে আমেরিকায় এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার কোনও প্রশ্নই উঠবে না।
কত দর উঠল TikTok-এর? রায়টার্সের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, TikTok আমেরিকার দর ১৪ আরব ডলার পর্যন্ত উঠেছে।
ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী, আপাতত TikTok নিষিদ্ধ করা হচ্ছে না সে দেশে। এক্সিকিউটিভ অর্ডার ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে আইন প্রণয়নে বাধা দেয়। এর ফলে TikTok-এর পেরেন্ট সংস্থা ByteDance দেশ জুড়ে নিষিদ্ধ ঘোষণা হওয়ার কথা ছিল। তবে এক্সিকিউটিভ অর্ডার কার্যকর হলে তেমনটা আর হবে না।
কে হবে TikTok-এর নতুন মালিক? চুক্তি অনুযায়ী, TikTok এবার নয়া বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ করবে। একইসঙ্গে অ্যালগোরিদম, সোর্স কোড এবং কন্টেন্ট মজারেশন সিস্টেমও নতুন মালিকের কাছে ট্রান্সফার করা হবে।
ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের পর Oracle এবার TikTok-এর সিকিউরিটি অপারেশন হ্যান্ডল করবে এবং ক্লাউড সার্ভিসও অফার করবে।
এছাড়াও Oracle, Silver Lake এবং আবু ধাবির MGX গ্রুপ নতুন মালিকানায় ৪৫ শতাংশ অধিকার পাবে। জেডি ভান্স রয়টার্সকে বলেন, 'প্রথমে চিনের তরফে কিছু আপত্তি তোলা হয়েছিল। তখন আমরা চেয়েছিলাম TikTok চলতে থাকুক। কিন্তু অবশ্যই যেন তা মার্কিন ডেটা সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ না হয়।'
চিনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের কথোপকথন: ট্রাম্পও সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি এই মর্মে সম্মতিও দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ওকে বললাম আমরা এটা করতে চাই আর তিনিও সম্মতি দিলেন। এবার থেকে TikTok US সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারাই নিয়ন্ত্রিত হবে।'
ট্রাম্প এ-ও জানিয়েছেন, আমেরিকার প্রশাসন সর্বদাই নজর রাখবে যাতে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্ম হিংসা বা উস্কানি ছড়ানোর জন্য ব্যবহার না করা হয়। তবে গোটা প্রক্রিয়ায় ByteDance কোনও তথ্য পায়নি বলেই খবর।