Advertisement
বিশ্ব

Ethiopia Volcano: ইথিওপিয়ার ভয়াবহ আগ্নেয়গিরির ছাইমেঘ বাংলার আকাশেও, যা জানা যাচ্ছে...

Ethiopia Volcano
  • 1/12

 

গত ২৩ নভেম্বর ইথিওপিয়ার দীর্ঘ সুপ্ত হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর পর প্রথমবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছেয যা বায়ুমণ্ডলে বিশাল সালফার ডাই অক্সাইত নির্গত করেছে।

Ethiopia Volcano
  • 2/12

আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত, এই আগ্নেয়গিরিটি একটি বিস্ফোরক সাব-প্লিনিয়ান অগ্ন্যুৎপাত সৃষ্টি করেছে। যা প্রায় ৪৫ হাজার ফুট উচ্চতায় ছাইয়ের মেঘ তৈরি করে।

Ethiopia Volcano
  • 3/12

কোপার্নিকাস সেন্টিনেল-৫পি সহ উপগ্রহগুলি ৩ হাজার ৭০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত বিশাল সালফার ডাই অক্সাইডের কুণ্ডলীর অত্যাশ্চর্য ছবি ক্যামেরান্দি করেছে। যা ইথিওপিয়া থেকে পূর্ব দিকে আরব উপদ্বীপ, আরব সাগর পেরিয়ে অবশেষে পশ্চিম ভারতে পৌঁছেছে।

Advertisement
Ethiopia Volcano
  • 4/12

আগ্নেয়গিরির ছাই এবং কাচের টুকরো দিয়ে তৈরি এই সালফার সমৃদ্ধ মেঘ বিমান চলাচলের নিরাপত্তা, বায়ুর গুণমান এবং জলবায়ুর জন্য রীতিমতো ভয়াবহ। যার ফলে ভারত জুড়ে বিমান বাতিল এবং বিলম্বের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

Ethiopia Volcano
  • 5/12

 

এই আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে দু'টি স্বতন্ত্র ছাইয়ের গতিপথ তৈরি হয়েছে। একটি উত্তর-পূর্ব দিকে এবং অন্যটি উত্তর-পশ্চিম দিকে। যা আবহাওয়াবিদদের কুণ্ডলিকৃত ধোঁয়ার সুযোগ করে দিয়েছিল।

Ethiopia Volcano
  • 6/12

সালফার ডাই অক্সাইড সূর্যালোক এবং বায়ুমণ্ডলীয় আর্দ্রতার সাথে বিক্রিয়া করে। টি সালফেট অ্যারোসল তৈরি করতে পারে যা বায়ুমণ্ডলে অস্থায়ী শীতল প্রভাব ফেলতে অবদান রাখে এবং আঞ্চলিক বায়ু দূষণের মাত্রাকে প্রভাবিত করে।

Ethiopia Volcano
  • 7/12

 

অগ্ন্যুৎপাতের প্রভাব কেবল ইথিওপিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পূর্ব আফ্রিকা থেকে ধোঁয়ার কুণ্ডলী হাজার কিলোমিটার ভ্রমণ করে দক্ষিণ এশিয়াকেও প্রভাবিত করেছে।

Advertisement
Ethiopia Volcano
  • 8/12

সালফার ডাই অক্সাইডমিশ্রিত ঘন ছাইমেঘ প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা‌ বেগে উড়তে উড়তে প্রবেশ করেছে ভারতেও। এমনকি দিল্লির আকাশেও পৌঁছে গিয়েছে। তার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতে। উড়ান সংস্থাগুলির জন্য ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ামক কর্তৃপক্ষ (DGCA)।

Ethiopia Volcano
  • 9/12

তবে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার ছাইমিশ্রিত মেঘ দেশবাসীর স্বাস্থ্যের উপর কোনও বিরূপ প্রভাব ফেলবে না বলেই আশ্বস্ত করছেন বিশেষজ্ঞেরা। কারণ, এই ছাইমেঘ উড়ছে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। প্রায় ২৫ থেকে ২৮ হাজার ফুট উচ্চতায় উড়ছে এগুলি। ফলে মানুষের স্বাস্থ্যের উপর এই মেঘ প্রভাব ফেলার সম্ভাবনা খুবই কম।

Ethiopia Volcano
  • 10/12

IMD-র পক্ষ থেকে আরও জানানো হয়েছিল, দিল্লির পাশাপাশি কলকাতা এবং মুম্বইয়ের আকাশপথেও ইথিওপিয়ার এই আগ্নেয়গিরির প্রভাবে তৈরি হওয়া ছাইমেঘের জন্য বিশেষ সতর্কতা ছিল। যদিও এটি মাটির স্তরে বা আবহাওয়ায় কোনও প্রভাব ফেলবে না।

Ethiopia Volcano
  • 11/12

আকাশপথে ছাইয়ের ঘনত্ব বাড়লে ফ্লাইট রুট পরিবর্তন করা হতে পারে। টেক-অফ ও ল্যান্ডিংয়ে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়। দৃশ্যমানতায় সমস্যা না হলেও ইঞ্জিনে ছাই ঢোকার ঝুঁকি এড়াতে নজরদারি বাড়ানো হয়। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা বা বৃষ্টি নেই, তাই ছাই নীচে নেমে শহরের বায়ু বা পরিবেশে প্রভাব ফেলার আশঙ্কা নেই।

Advertisement
Ethiopia Volcano
  • 12/12

সোমবার সন্ধ্যায় ইথিওপিয়া থেকে ছাইয়ের মেঘ ইয়েমেন ও ওমান পেরিয়ে আরব সাগরের উপর দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে। প্রথমে গুজরাট ও রাজস্থান, তারপর মধ্যরাতে দিল্লির উপর দিয়ে তা পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের দিকে এগোয়। মঙ্গলবার দুপুর নাগাদ মেঘটি বাংলা ও উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে চলে চিনের দিকে ধেয়ে যায়। IMD জানিয়েছে, বুধবারের মধ্যেই ভারতের আকাশ পুরোপুরি ছাইমুক্ত হয়েছে।

Advertisement