scorecardresearch
 
Advertisement
বিশ্ব

কোভিড-ইনফ্লুয়েঞ্জার দ্বিফলা সংক্রমণ! হদিশ Florona আক্রান্তের

ইজরায়েলে ফ্লোরোনার আক্রান্ত
  • 1/7

একে ওমিক্রনে রক্ষা নেই দোসর ফ্লোরোনা (Florona)!ইজরায়েলে ফ্লোরোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গেল। 

ইজরায়েলে ফ্লোরোনার আক্রান্ত
  • 2/7

এতে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ জোড়া আঘাত সইতে হচ্ছে আক্রান্তদের। ফ্লোরোনা ঠিক কতটা বিপজ্জনক তা নিয়ে এখনও সবিস্তারে কোনও তথ্য আসেনি। 
 

ইজরায়েলে ফ্লোরোনার আক্রান্ত
  • 3/7

ইতিমধ্যে শুক্রবার করোনার মোকাবিলায় চতুর্থ বুস্টার ডোজের অনুমতি দিয়েছে ইজরায়েলি সরকার। কম প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের দেওয়া হবে এই টিকা। 

Advertisement
ইজরায়েলে ফ্লোরোনার আক্রান্ত
  • 4/7

ইজরায়েলের সংবাদ মাধ্য়ম জানিয়েছে,চার মাস আগেই করোনার তৃতীয় ডোজ দিয়েছিল সে দেশের সরকার। ওমিক্রনের বাড়বাড়ন্তের জেরে কম প্রতিরোধী ক্ষমতার ব্যক্তিদের চতুর্থ টিকা দেওয়ার ঘোষণা করা হল। 

ইজরায়েলে ফ্লোরোনার আক্রান্ত
  • 5/7

ইজরায়েলে দ্রুত গতিতে বাড়ছে করোনা। সে দেশের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৫ হাজার জন। 

ইজরায়েলে ফ্লোরোনার আক্রান্ত
  • 6/7

শুক্রবার বয়স্ক ও কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের চতুর্থ কোভিড টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে ইজরায়েলের সরকার। এতে আক্রান্তদের জীবনহানির ঝুঁকি কমবে বলে জানানো হয়েছে। 

ইজরায়েলে ফ্লোরোনার আক্রান্ত
  • 7/7

ইজরায়েলে এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৮০ হাজার ৫৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সে দেশে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২ হাজারের বেশি। 

Advertisement