একেবারে ড্রিম ওয়েডিং সারতে চেয়েছিলেন। তার জন্য দরকার ছিল প্রচুর টাকার। অগত্যা ভুয়ো ক্যানসার রোগী সেজেই টাকা জোগাড় করল পাত্রী নিজেই। ক্যানসারের খবর শুনে এবং বিয়ের কথা জানতে পেরে প্রায় ৮ লক্ষ ৩৬ হাজার টাকা অর্থ সাহায্য করে পাত্রীর বন্ধুরাই। কিন্তু সেসবই যে মিথ্যা, সাজানো এ খবর প্রকাশ্যে আসতেই জেল হতে পারে নববিবাহিত পাত্রীটির।
২৯ বছর বয়সি এই মহিলা তার বন্ধুদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নেয়। এমনকী নিজেকে ক্যান্সার আক্রান্ত বলে সংবাদপত্রগুলিকেও সাক্ষাৎকার দেয়। ওই মহিলা সাক্ষাৎকারে বলেন যে ক্যান্সার তার মস্তিষ্ক এবং হাড়গুলিতে প্রবেশ করেছে। এই বছরের জানুয়ারিতে মেয়েটি জানায় যে তার বেঁচে থাকার জন্য মাত্র ২ মাস বাকি আছে।
মিরর.কম.ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসারের খবর শোনার পর মেয়েটির বন্ধুদের থেকে অনুদান সংগ্রহের জন্য একটি অনলাইন প্রচার শুরু করে। মেয়েটির বন্ধুরা ও অন্যরা টাকা দেয়। মোট আট লক্ষ ছত্রিশ হাজার টাকা জমা পড়েছিল।
ইংল্যান্ডের চেশায়ারের বাসিন্দা এই যুবতীর নাম টনি সোয়ানডেন। ৫২ বছর বয়সী জেমসকে বিয়ে করার পরে তিনি তার হানিমুন উদযাপনের জন্য তুরস্কও চলে গিয়েছিলেন। টনির বাবা আসলে ক্যানসারের রোগী ছিলেন এবং বিয়ের কিছুদিন আগে তাঁর মৃত্যু হয়।