scorecardresearch
 
Advertisement
বিশ্ব

এক বছরে ২৩ বাচ্চার বাবা, মহিলাদের মনের মানুষ এই পুরুষ

২তটি বাচ্চার জেনেটিক বাবা
  • 1/5

এক বছরে ২তটি বাচ্চার জেনেটিক বাবা হয়ে গিয়েছেন এক যুবক। জানা গিয়েছে, ওই যুবক আগে সকলকে শুক্রাণু দান করতেন। পরে তিনি এটাকে ব্যবসা হিসাবে শুরু করেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। (সব ছবি- আজ তক)

বিষয়টি অস্ট্রেলিয়ার
  • 2/5

এই বিষয়টি অস্ট্রেলিয়ার। অ্যালন ফান নামে এক স্পার্ম ডোনর সম্প্রতি জনপ্রিয় হয়ে গিয়েছেন। ওই যুবকের দাবি, তার স্পার্ম স্বাস্থ্যকর হওয়ার জন্য মহিলাার তাঁকে বেশি পছন্দ করেন।

তিনি শুক্রাণু দান করেছেন
  • 3/5

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালন নিজেই দুই সন্তানের বাবা। তবে তিনি শুক্রাণু দান করেছেন এবং সেখান থেকে ২৩ সন্তানের জন্ম হয়েছে।বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও তিনি শুক্রাণু দান করেছেন।

Advertisement
এখন তদন্ত শুরু হয়েছে
  • 4/5

৪০ বছর বয়সী অ্যালানের বিরুদ্ধে এখন তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছে বেশ কিছু ক্লিনিক। অভিযোগ, নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যাওয়ার পরেও স্পার্ম ডোনেট করে চলেছেন ওই যুবক।

নিয়ম লঙ্ঘনের অভিযোগ
  • 5/5

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া আইন অনুযায়ী, একজন পুরুষ কেবলমাত্র ১০ জনের পরিবারই তৈরি করতে পারে। সেই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে অ্যালনের বিরুদ্ধে। যদিও, এই সম্পর্কে অ্যালনের দাবি, তিনি মহিলাদের ফিরিয়ে দিতে পারেন না।

Advertisement