scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Global Warming : Greenland-এ গলল বরফ, যা বাংলাকে ৪ ইঞ্চি ডোবাতে পারে!

Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk one
  • 1/9

তামাম দুনিয়ায় চিন্তা বেড়েছে। গত এক সপ্তাহ ধরে গলছে গ্রিনল্যান্ড (Greenland)-এর বরফ। আর তা এতটাই গলেছে যে বাংলার জলের স্তর এক ধাক্কায় বাড়িয়ে দিতে পারে ৪ ইঞ্চি। বিজ্ঞানীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ডেনমার্কের বিজ্ঞানীরা উপগ্রহ চিত্রে এই ছবি ধরতে পেরেছেন। তারা ভাল করে দেখেছেন। আর তারপর এই সিদ্ধান্তে এসেছেন। ছবি: রয়টার্স

Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk two
  • 2/9

কী কারণে গলছে বরফ? আসুন দেখে নিই তার কারণ। আর ওই বরফ গলার ফলে কতটা এলাকা ভাসতে পারে, তা জেনে নেওয়া যাক। ছবি: রয়টার্স

Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk three
  • 3/9

ডেনমার্কের বিজ্ঞানীরা তাঁদের গবেষণার রিপোর্ট পোলার পোর্টাল নামে এক ওয়েবসাইটে দিয়েছেন। সেখানে তাঁরা বলছেন, গত বুধবার অর্থাৎ ২০২১ সালের ২৮ জুলাইয়ে ১৯৫০ সালের পর তৃতীয় বার সবথেকে বেশি বরফ গলেছে। এর আগে এমন ঘটনা ঘটেছিল দু'বার। ২০১২ সালে এবং ২০১৯ সালে। ছবি: রয়টার্স

Advertisement
Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk four
  • 4/9

এর মধ্যে ২০১৯ সালে সবথেকে বেশি বরফ গলেছিল। তবে তা বড় কোনও এলাকায় জল জমাতে পারত না। এবার যেমনটা হয়েছে। ছবি: রয়টার্স

Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk five
  • 5/9

বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রিনল্যান্ড (Greenland-এ যে পরিমাণ বরফ গলেছে, তা আমেরিকার ফ্লোরিডায় ২ ইঞ্চি জল জমিয়ে দিতে। ফ্লোরিডার আয়তন বাংলরা আয়তনের প্রায় দ্বিগুণ। আর তার মানে ওই বরফ গলা জলে পশ্চিমবঙ্গ ৪ ইঞ্চি ডুবে যেতে পারে। ছবি: রয়টার্স

Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk six
  • 6/9

বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ লিজের বিজ্ঞানী জেভিয়ার ফেটভিসের অনুমান, ২৮ জুলাই গ্রিনল্যান্ড -এ ২২ গিগাটন বরফ গলেছে। আর সেখানকার ১২ গিগাটনের বেশি জল সমুদ্রে মিশে গিয়েছে। আর ১০ গিগাটন বরফগলা জল সেখানে তুষাপাতের জন্য ফের বরফে পরিণত হয়ে গিয়েছে। ১ গিগাটনের মানে ১০০ কোটি মেট্রিক টন। ছবি: রয়টার্স

Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk seven
  • 7/9

জেভিয়ার ফেটভিসের মতে, জলবায়ুর পরিবর্তনের জন্যই এই অবস্থা। সুমেরু অঞ্চলে গরম হাওয়া ঢুকে গিয়েছে। আর সে কারণে সেখানে থাকা বরফ দ্রুত গলতে থাকে। ডেনমার্কের আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানে এখন গরম কাল। সেখানকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর গিয়েছে, এমন ঘটনা দু'বার হয়েছে। ছবি: রয়টার্স

Advertisement
Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk eight
  • 8/9

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১-এ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। বিজ্ঞানীদের আশঙ্কা, এই গরম বাতাস সুমেরু অঞ্চলে বেশিদিন থাকলে আর বেশি বরফ গলে যেতে পারে। ছবি: রয়টার্স

Global Warming Greenland Ice Melting can sink Bengal with four inches of water abk nine
  • 9/9

এমন ভাবে বরফ গলতে থাকলে সূর্যের আলোর প্রতিফলন কমে যাবে। আর তার মানে গরম আরও বাড়বে। আর বরপ আরও গলতে পারে। ছবি: রয়টার্স

Advertisement