তামাম দুনিয়ায় চিন্তা বেড়েছে। গত এক সপ্তাহ ধরে গলছে গ্রিনল্যান্ড (Greenland)-এর বরফ। আর তা এতটাই গলেছে যে বাংলার জলের স্তর এক ধাক্কায় বাড়িয়ে দিতে পারে ৪ ইঞ্চি। বিজ্ঞানীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ডেনমার্কের বিজ্ঞানীরা উপগ্রহ চিত্রে এই ছবি ধরতে পেরেছেন। তারা ভাল করে দেখেছেন। আর তারপর এই সিদ্ধান্তে এসেছেন। ছবি: রয়টার্স
কী কারণে গলছে বরফ? আসুন দেখে নিই তার কারণ। আর ওই বরফ গলার ফলে কতটা এলাকা ভাসতে পারে, তা জেনে নেওয়া যাক। ছবি: রয়টার্স
ডেনমার্কের বিজ্ঞানীরা তাঁদের গবেষণার রিপোর্ট পোলার পোর্টাল নামে এক ওয়েবসাইটে দিয়েছেন। সেখানে তাঁরা বলছেন, গত বুধবার অর্থাৎ ২০২১ সালের ২৮ জুলাইয়ে ১৯৫০ সালের পর তৃতীয় বার সবথেকে বেশি বরফ গলেছে। এর আগে এমন ঘটনা ঘটেছিল দু'বার। ২০১২ সালে এবং ২০১৯ সালে। ছবি: রয়টার্স
এর মধ্যে ২০১৯ সালে সবথেকে বেশি বরফ গলেছিল। তবে তা বড় কোনও এলাকায় জল জমাতে পারত না। এবার যেমনটা হয়েছে। ছবি: রয়টার্স
Massive melting event in Greenland. While not as extreme as in 2019 in terms of gigatons (left image - but still would be enough to cover Florida with two inches of water), the area over which melting takes place (right image) is even a bit larger than two years ago. pic.twitter.com/rEeDIlYTA7
— Polar Portal (@PolarPortal) July 29, 2021
বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রিনল্যান্ড (Greenland-এ যে পরিমাণ বরফ গলেছে, তা আমেরিকার ফ্লোরিডায় ২ ইঞ্চি জল জমিয়ে দিতে। ফ্লোরিডার আয়তন বাংলরা আয়তনের প্রায় দ্বিগুণ। আর তার মানে ওই বরফ গলা জলে পশ্চিমবঙ্গ ৪ ইঞ্চি ডুবে যেতে পারে। ছবি: রয়টার্স
বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ লিজের বিজ্ঞানী জেভিয়ার ফেটভিসের অনুমান, ২৮ জুলাই গ্রিনল্যান্ড -এ ২২ গিগাটন বরফ গলেছে। আর সেখানকার ১২ গিগাটনের বেশি জল সমুদ্রে মিশে গিয়েছে। আর ১০ গিগাটন বরফগলা জল সেখানে তুষাপাতের জন্য ফের বরফে পরিণত হয়ে গিয়েছে। ১ গিগাটনের মানে ১০০ কোটি মেট্রিক টন। ছবি: রয়টার্স
জেভিয়ার ফেটভিসের মতে, জলবায়ুর পরিবর্তনের জন্যই এই অবস্থা। সুমেরু অঞ্চলে গরম হাওয়া ঢুকে গিয়েছে। আর সে কারণে সেখানে থাকা বরফ দ্রুত গলতে থাকে। ডেনমার্কের আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানে এখন গরম কাল। সেখানকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর গিয়েছে, এমন ঘটনা দু'বার হয়েছে। ছবি: রয়টার্স
বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১-এ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। বিজ্ঞানীদের আশঙ্কা, এই গরম বাতাস সুমেরু অঞ্চলে বেশিদিন থাকলে আর বেশি বরফ গলে যেতে পারে। ছবি: রয়টার্স