scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Photos : তুষারঝড়ে জেরে বরফের চাদরে নিউ ইয়র্ক, দেখুন সেই ছবি

 তুষারঝড়ের কবলে
  • 1/12

প্রবল তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব অংশ। বেশিরভাগ শহর কার্যত বরফের চাদরের তলায় চলে গিয়েছে। (সব ছবি-এপি)

মৃত্যু হয়েছে একজনের।
  • 2/12

নিউ ইয়র্ক টাইমের খবর অনুযায়ী, তুষারঝড়ে মৃত্যু হয়েছে একজনের।
 

১৬ ইঞ্চির
  • 3/12

শুধুমাত্র নিউ ইয়র্কের বরফ জমে গিয়েছে ১৬ ইঞ্চির। সেন্ট্রাল পার্ক এলাকা কার্যত বরফের তলায়।
 

Advertisement
সেখানকার বাসিন্দারা। 
  • 4/12

তবে এই তুষারঝড়ের পরিস্থিতির মধ্যে আনন্দে মেতেছেন সেখানকার বাসিন্দারা। 
 

বাসিন্দাদের সতর্ক
  • 5/12

বেশ কিছু কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। 

 আবহাওয়া দফতর।
  • 6/12

নিউ জার্সিতে ২০ ইঞ্চির মতো বরফ পড়েছে তুষারঝড়ে। এমনটাই জানিয়েছে সেখানকার আবহাওয়া দফতর।

সমস্যা পড়েছে তাঁরা। 
  • 7/12

প্রবল তুষারঝড়ের জেরে সাময়িক সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। দৈনন্দিন কাজে সমস্যা পড়েছে তাঁরা। 

Advertisement
মজায় মেতেছেন সকলে
  • 8/12

ছবিতে দেখা যাচ্ছে, বরফের মধ্যেই মজায় মেতেছেন সকলে।

বন্ধ রাখতে হয়েছে
  • 9/12

তুষারঝড়ের জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও বন্ধ রাখতে হয়েছে প্রশাসনকে।

 সমস্যায় পড়েছেন অনেকে।
  • 10/12

সবথেকে সমস্যায় পড়েছে গাড়িচালকেরা। রাস্তায় গাড়ির দেখা নেই। ফলে গন্তব্যে যেতে সমস্যায় পড়েছেন অনেকে।
 

উড়ান বাতিল করতে হয়েছে
  • 11/12

বিমান ওঠা-নামাতেও অনেক সমস্যা হচ্ছে। বেশ কিছু উড়ান বাতিল করতে হয়েছে।

Advertisement
খুশিতে মেতেছেন
  • 12/12

তবে এতো কিছু মধ্যেও  বরফে এই আস্তরণ নিয়ে খুশিতে মেতেছেন সেখানকার বাসিন্দারা
 

Advertisement