scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ভারত সফরে শাড়ি পরেছিলেন রাজ পরিবারের দ্বিতীয় ডায়না, মেগান মার্কেল! দেখুন সেই ভাইরাল PHOTOS

মেগান মার্কেল
  • 1/11

সম্প্রতি ভারতে আসার পর থেকে ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেলের দেওয়া এক সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকে তাঁরা নেট মাধ্যেমে ভাইরাল। তাঁদের সেই সাক্ষাৎকারে তাঁরা রাজ পরিবারের বিভিন্ন কথা শেয়ার করেছেন। এমনকি সেই সময়ে মেগানও আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অভিনেত্রী ছিলেন প্রিন্স হ্যারির সঙ্গে তাঁর বিয়ে হওয়ার আগে। এমনকি ৪ বছর আগে তাঁর ভারত ট্রিপের সময়ও তিনি সংবাদের শিরোনামে এসেছিলেন।
 

মেগান মার্কেল
  • 2/11

এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে মেগান ভারতে আসেন। সেই সময়ে তিনি মুম্বই ও দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থাতে যান। সেই সময়ে তিনি শাড়ি পরেছিলেন। সেই সঙ্গে ছিল হাতে ম্যাচিং চুড়ি এবং কপালে টিপ। তাঁকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে নেটিজেনরা আরও বেশি করে তাঁর ছবি শায়ার করছেন। সেই সময়ে তিনি মহিলা জাতীয় কমিশনের প্রাক্তন সদস্য শামিনা শাফিকের সঙ্গেও দেখা করেন।
 

মেগান মার্কেল
  • 3/11

মেগান তাঁর ভারত সফরে বারবার লিঙ্গ বৈষম্যতা নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে নারীবাদী হিসাবেও তাঁর পরিচয় মিলেছে। সেই সঙ্গে তিনি ভারতের মহিলাদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কথা বলেছিলেন। 
 

Advertisement
মেগান মার্কেল
  • 4/11

শোনা যায় মেগান একটা সময়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেই সময়ে তাঁকে কেউ সাহায্য করেননি। সেই সঙ্গে তাঁর দুশ্চিন্তা ছিল তাঁর সন্তানের গায়ের রং যদি কালো হয় সেটা নিয়ে। রাজ পরিবারের বাড়ির উত্তরসূরি কালো হলে অনেকেই কথা বলবেন এটা নিয়ে তাই। আসলে মেগানের বাবা শ্বেতবর্ণা হলেও তাঁর বাবা কৃষ্ণাঙ্গ ছিলেন।
 

মেগান মার্কেল-ডায়না
  • 5/11

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের দেওয়া এক সাক্ষাৎকার দেখে অনেকেরই মনে হচ্ছে এ যেন অতীতের পুনরাবৃত্তি। কারণ হ্যারির মা ডায়নাও এই রমকই কথা বলেছিলেন।

ডায়না
  • 6/11

প্রিন্স হ্যারি জানান, তাঁর মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তিনিও মেগানের মতোই খুব একাকীত্বে ভুগতেন। বারবার আত্মহত্যার কথা ভাবতেন তিনিও। ডায়নার মনে হত জে রাজ পরিবারে তাঁকে আটকে রাখা হয়েছে কারণ কখনও কখনও তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করার অনুমতি পর্যন্ত ছিল না।

ডায়না
  • 7/11

মাত্র ৩৬ বছর বয়সে একটি গারি দুর্ঘটনায় ডায়না মারা যান। আদালত জানায়, সংবাদমাধ্যম এর জন্যে কিছুটা দায়ী। কারণ ডায়না মিডিয়ার থেকে বাঁচতে গিয়েই তাঁর দুর্ঘটনা হয়। মেগানও এই ধরণের সমস্যা ভোগ করছেন। কারণ সংবাদমাধ্যম ও ডিপ্রেশন যেন তাঁর জীবন আরও দুর্বিষহ করে দিয়েছে।

Advertisement
ডায়না
  • 8/11

২৫ বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্সেস ডায়না, রাজকুমার উইলিয়াম চার্লসের কথা বলেছিলেন। সেই সঙ্গে তাঁর অত্যন্ত সমস্যাবহুল প্রেগন্যান্সি এবং ডিপ্রেশনের কথাও উল্লেখ করেছিলেন মা হওয়ার পর। শুধু তাই নয়, তাঁর স্বামী প্রিন্স চার্লসের ক্যামেলিয়া পার্কারের সঙ্গে সম্পর্কের কথা তিনি বলেন।
 

মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি
  • 9/11

মেগান ও প্রিন্স হ্যারির ডিভোর্স হওয়ার পর তাঁকে নিয়ে অনেক সংবাদ বেরোয়। আলোচনা আরও বেড়ে যায় কারণ তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন। একটা সময় নাকি তিনি কেন বেঁচে আছেন, এটাকেও তাঁর অপরাধ বলে মনে হত। 
 

মেগান মার্কেল
  • 10/11

প্রিন্সেস ডায়না ও মেগান মার্কেল, তাঁরা দুজনেই নেতিবাচক বিভিন্ন মন্তব্যের স্বীকার হয়েছেন বারবার। সেই জন্যে তাঁর বারংবার দুঃখও প্রকাশ করেছেন।

মেগান মার্কেল
  • 11/11

রাজ পরিবারের এই দুই বউই জানতেন না এরকম পরিবারের নিয়ম কানুন। এমনকি মেগান একটি সাক্ষাৎকারে জানান, "আমি রাজ পরিবারের সদস্য হওয়ার আগে কোনও গবেষণা করিনি। এমনকি ডায়নাকেও দ্বিতীয় রানী এলিজাবেথের সঙ্গে দেখা হওয়ার আগে তাঁকে অনেক কিছু শিখতে হয়।"

 

(ছবি সৌজন্য: ময়না মহিলা ফাউন্ডেশন ও গেটি) 

Advertisement