scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ডেটিং করছেন ধনকুবেরের সঙ্গে, ১৯ বছরেই এই কন্য়ে বিশ্বের সবথেকে সুন্দর মুখ

ইয়েল শেলবিয়া
  • 1/5

১৯ বছরের এই কন্যে বিশ্বের ১০০ সুন্দরী মুখের তালিকায় পয়লা নম্বরে স্থান পেয়েছে। ইয়েল শেলবিয়া নামের এই যুবতী টিসি ক্যান্ডলার নামের প্রতিযোগিতায় শীর্ষ স্থানে থাকা এই কন্যের অনুরাগীর সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে ১০ লক্ষ ফলোয়ার রয়েছে ইয়েলের। স্বপ্নের মতো জীবনযাপন করেন তনয়া। যা দেখে হিংসাও কম করে না নেট দুনিয়া। অনেক সময় তাঁর বিরুদ্ধে ঘৃণাওমূলক মন্তব্য় আছড়ে পড়ে।

ইয়েল শেলবিয়া
  • 2/5

ইয়েল ইজরায়েলের একটি ছোট্ট শহরের ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে। ১৬ বছর বয়স থেকেই মডেলিং শুরু করে সে। ইনস্টাগ্রামে ইয়েলের ছবি দেখেন এক স্থানীয় ফটোগ্রাফার। তিনিই তাঁকে প্রথম ফটোশ্যুটের প্রস্তাব দেন। তবে শুধু মডেলিং নয়, ইজরায়েলি এয়ারফোর্সে মিলিটারি সার্ভিসেও কাজ করেছে ইয়েল।
 

ইয়েল শেলবিয়া
  • 3/5

বর্তমানে ৩৬ বছরের বিলেনিয়ার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিটিং করছেন ইয়েল। ব্র্যান্ডন মার্কিন বিলিয়নেয়ার ব্যবসায়ী সুমনার রেডস্টোনের নাতি। কিম কার্ডাশিয়ান, কাইলি জেনারের মতো সেলেবদের সঙ্গে নাম জড়িয়েছে ইয়েলের। নামী,দামি ব্র্য়ান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টে মডেলিং করেছে এই বিশ্বখ্য়াত মুখ। ফুটবালার লিওনেল মেসির সঙ্গেও কাজ করেছে ইয়েল।
 

Advertisement
ইয়েল শেলবিয়া
  • 4/5

সান ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে ইয়েল জানিয়েছে, প্রায়শই তার লুকের জন্য় সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে তাকে। ইয়েল জানিয়েছে, তার লুকের জন্য় অনেকের প্রশংসা পেলেও বহু লোকের হিংসামূলক পোস্ট দেখতে হয়েছে। সব থেকে অবাক করার বিষয়, প্রতিযোগিতায় প্রথম হওয়ার পরই বিষয়টি জানতে পারে এই মডেল কন্য়ে। এমনকী এ বছর যে সে এই প্রতিযোগিতায় রয়েছে তারও খবর ছিল না ইয়েলের কাছে। (Photo credit- yael shelbia instagram)

ইয়েল শেলবিয়া
  • 5/5

২০১৭ সালে বিশ্বের সবথেকে সুন্দর মুখের তালিকায় ১৪ নম্বরে নাম ওঠে তার। পরবর্তীকালে ২০১৮ সালে তৃতীয় হয় সে। একইভাবে ২০১৯ সালে তার হাতেই ওঠে সেরার শিরোপা। ব্রিটিশ সিনেমার সমালোচক টিসি ক্যান্ডলার আসলে এই পুরস্কারের প্রতিষ্ঠাতা।অতীতে ম্যারিয়ন কটিলার্ড, জর্ডন ডানের মতোর সেলেবরা এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন।

Advertisement