Advertisement
বিশ্ব

Life On Mars: মঙ্গলে প্রাণের অস্তিত্ব! নাসার হাতে এল এই বড় প্রমাণ

Life On Mars
  • 1/10

বড়সড় আবিষ্কারের পথে নাসা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার পারসিভিয়ারেন্স রোভার ফের একবার মঙ্গলে প্রাণের অস্তিত্ব পেয়েছে বলে খবর। যা এখনও পর্যন্ত এই মর্মে পাওয়া সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী প্রমাণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। 

Life On Mars
  • 2/10

এই প্রমাণ গ্রহবিজ্ঞানের গবেষণায় এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। এরই সঙ্গে এই প্রাচীন গ্রহটিতে ভিনগ্রহী জীবনের প্রমাণ পাওয়ার আশা আরও প্রবল করল। 

Life On Mars
  • 3/10

নাসার এই আবিষ্কারের মূলে রয়েছে একটি পাথরের নমুনা। যার নাম দেওয়া হয়েছে 'স্যাফায়ার ক্যানিয়ন'। এটি ২০২৪ সালের জুলাই মাসে চেয়াভা ফলস নামে পরিচিত একটি সমুদ্র পাড় থেকে সংগ্রহ করা হয়। এই এলাকা জেজেরো ক্রেটারের ঐতিহাসিক নদীপথের অংশ, যা কোটি কোটি বছর আগে জলে ভর্তি ছিল।

Advertisement
Life On Mars
  • 4/10

পারসিভিয়ারেন্স কী পেয়েছে? গবেষকেরা চেয়াভা ফলসের কাদামাটি ও পলল শিলা থেকে পাওয়া 'চিতাবাঘের দাগ'-এর মতো প্যাটার্ন এবং খনিজ বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। যেগুলোকে বায়োসিগনেচার বলা হয়। বায়োসিগনেচার বলতে এমন আণবিক বা গঠনগত চিহ্ন বোঝায়, যা জৈবিক উৎস থেকেও আসতে পারে, আবার অজৈব প্রক্রিয়ার ফলেও তৈরি হতে পারে।

Life On Mars
  • 5/10

পৃথিবীতে এ ধরনের খনিজ প্রায়ই জলে ঘেরা পরিবেশে পাওয়া যায়। যা থেকে ধারণা করা হচ্ছে, একসময় মঙ্গলে অণুজীব বেঁচে থাকতে পারে। তবে বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন, এ বিষয়ে নিশ্চিত হতে হলে আরও পরীক্ষা দরকার। বিশেষত পৃথিবীর ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ ভূতাত্ত্বিক প্রক্রিয়াও মাঝে মাঝে জীবনের মতো চিহ্ন তৈরি করতে পারে।
 

Life On Mars
  • 6/10


কেন এটি বিজ্ঞানীদের কাছে মাইলস্টোন? যদি এটি সত্যিই মঙ্গলের জীবনের প্রমাণ হয়, তবে তা মহাবিশ্বে জীবনের অবস্থান এবং চরম পরিবেশে তার টিকে থাকার ক্ষমতা সম্পর্কে ধারণা আমূল বদলে দেবে।

Life On Mars
  • 7/10


বৈজ্ঞানিক গুরুত্ব ছাড়াও এর আরও তাৎপর্য রয়েছে। এটি নতুন প্রজন্মকে অনুসন্ধান ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

Advertisement
Life On Mars
  • 8/10

এটি ভবিষ্যতের গ্রহ অনুসন্ধানের পথ নির্ধারণ করবে। মঙ্গল থেকে নমুনা ফিরিয়ে আনার মিশনকে ত্বরান্বিত করবে এবং নাসা ও অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থার মধ্যে নতুন করে সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 
 

Life On Mars
  • 9/10

পরবর্তী পদক্ষেপ কী? বর্তমানে স্যাফায়ার ক্যানিয়নের নমুনা নিরাপদে মঙ্গলে সংরক্ষিত আছে। ভবিষ্যতে তা পৃথিবীতে ফিরিয়ে আনার প্রচেষ্টা করবে নাসা। যাতে 'গোল্ড স্ট্যান্ডার্ড' ল্যাবরেটরি বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারে। 
 

Life On Mars
  • 10/10

যদিও বিজ্ঞানীরা এই সাফল্যকে জীবনের অস্তিত্বের প্রমাণ খুঁজে পাওয়া বলে চূড়ান্ত ঘোষণা করছেন না। তাঁরা একমত যে এটি এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ এবং শেষ পর্যন্ত এটি শতাব্দীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে।

Advertisement