Advertisement
বিশ্ব

PHOTOS: অশান্ত নেপালে PM, প্রেসিডেন্টদের ইস্তফা, বিক্ষোভকারীদের মারে মৃত্যু প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী

বিক্ষোভে ফুঁসছে নেপাল
  • 1/9

বিক্ষোভে ফুঁসছে নেপাল। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নিয়ে যে অশান্তির আঁচ শুরু হয়, তা জ্বলন্ত আগুন হয়ে ওঠে মঙ্গলবার। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। সোমবার রাতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কেপি শর্মা অলির নেতৃত্বাধীন নেপাল সরকার। কিন্তু তাতেও ডাল গলল না। মঙ্গলবার রণক্ষেত্র পরিস্থিতি দেখা গেল। 
 

দিন তিনেক আগে এই প্ল্যাটফর্মগুলিকে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছিল নেপাল সরকার
  • 2/9

দিন তিনেক আগে এই প্ল্যাটফর্মগুলিকে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছিল নেপাল সরকার। সময়সীমা শেষ হলেও কোনও সংস্থাই আবেদন না করায় নিষেধাজ্ঞা চাপানো হয়। এর প্রতিবাদেই আন্দোলনে নামে সেদেশের যুবসমাজ।ধীরে ধীরে তা পরিণত হয় ব্যাপক জনবিক্ষোভে। 
 

কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে সংসদ ভবনের সামনে জড়ো হন হাজার হাজার তরুণ, তরুণী
  • 3/9

কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে সংসদ ভবনের সামনে জড়ো হন হাজার হাজার তরুণ, তরুণী। স্কুল, কলেজের ইউনিফর্ম পরিহিত ছাত্রছাত্রীদের ভিড় পুলিশি ব্যারিকেড ভেঙে দেয়। একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত ২০ জন নিহত ও ৩০০ রও বেশি মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামাতে হয় কাঠমান্ডুতে। 
 

Advertisement
পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক
  • 4/9

পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।  এই ‘Gen Z Revolution’ কে নেপালের নতুন প্রজন্মের নাগরিক অধিকার আন্দোলন বলে অভিহিত করছেন বিশ্লেষকরা। 
 

কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন
  • 5/9

আন্দোলনের চাপে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পুরো সংসদ ভবনও এখন বিক্ষোভকারীদের দখলে চলে যায়। নেপালের সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।
 

নেপালের  রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র
  • 6/9

নেপালের  রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন, রাষ্ট্রপতির সহকারী তা জানান।
 

বলেন্দ্র শাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।
  • 7/9

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর, কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।

Advertisement
নেপালে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা
  • 8/9

নেপালে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী অর্জুন রানা দেউবাকে ধাওয়া করে। এরপর বেধড়ক মারধর করে। এছাড়াও, উপপ্রধানমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌডেলকেও বেধড়ক মারধর করে আন্দোলনকারীরা।  
 

এদিন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালা নাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী খানাল প্রয়াত
  • 9/9

এদিন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালা নাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী খানাল প্রয়াত। বিক্ষোভকারীরা তাঁকে বেধড়ক মারধর করে। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা কেবল ভাঙচুরই করেনি, আগুনও লাগিয়ে দেয়। এই সময় বিক্ষোভকারীরা রাজলক্ষ্মীকে প্রচণ্ড মারধর করে, যার ফলে তিনি গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
 

Advertisement