scorecardresearch
 
Advertisement
বিশ্ব

PHOTOS: চিনের শহরে বিস্ফোরণের সম্ভাবনা? লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

চিন
  • 1/6

চিনের শহর তাইশান। সেখানে আছে পরমাণু প্ল্যান্ট। আর সেই প্ল্যান্ট থেকে রেডিয়েশন বেরোতে শুরু করেছে। যা নিয়ে প্রমাদ গুণছেন বিজ্ঞানীরা। 

চিন
  • 2/6

ওই প্ল্যান্ট থেকে রেডিয়েশন বেরোনোর খবর সামনে আসার পর তা সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এই রেডিয়েশন বেরোনোর ঘটনা নিয়ে চিনকে আক্রমণ করে আমেরিকা। চিনের সমালোচনা করে তারা। 

চিন
  • 3/6

তাইশান শহরের জনসংখ্যা প্রায় ১০ লাখ। চিনের তরফে রেডিয়েশন লিক হওয়ার কথা স্বীকারও করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এই প্ল্যান্ট গোটা শহরকে ধ্বংস করতে পারে। 

Advertisement
চিন
  • 4/6

এই প্ল্যান্টকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা শুরু করেছে চিনা প্রশাসন। এই প্ল্যান্টের কাজ করেছিল ফ্রান্স। তাই তাদের দিকে আঙুল ওঠাতে শুরু করেছে চিন। 

চিন
  • 5/6

আমেরিকার কাছে সাহায্য চায় চিন। তাদের তরফে চিনকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়। বাইডেন প্রশাসন জানায় তারা সাহায্য করতে প্রস্তুত। যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর।

চিন
  • 6/6

২০০৯ সালে ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে এই প্ল্যান্ট তৈরি করে চিন। ২০১৮ ও ২০১৯ সালে এই প্ল্যান্ট থেকে আগুন বেরোতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে রেডিয়েশন লিকের ঘটনার পর থেকে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। 

Advertisement