scorecardresearch
 
Advertisement
বিশ্ব

আবার ইমরান! 'ধর্ষণের জন্য পোশাক দায়ী'

Imran Khan
  • 1/8

চলতি বছরেই মেয়েদের পোশাককে ধর্ষণের জয় দায়ি করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য মূর্খতার নামান্তর মাত্র বলেও সমালোচনার ঝড় উঠেছিল।

Imran Khan
  • 2/8

মাস কয়েক পর ইমরানের মুখে ফের শোনা গেল সেই একই বুলি। এবারও পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণের জন্য তিনি মহিলাদের স্বল্পবসনকে দায়ি করেছেন।
 

Imran Khan
  • 3/8

‘Axio ON HBO”-র একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পুরুষরা যদি রোবট না হয়, তাহলে মহিলাদের স্বল্পবসনে তাঁদের উপরে প্রভাব পড়বেই। এটা খুবই সাধারণ বুদ্ধি।” 

 

Advertisement
Imran Khan
  • 4/8

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এই মন্তব্যের পর ঘরে বাইরে তাঁকে সমালোচনায় পড়তে হয়েছে।

Imran Khan
  • 5/8

এর আগেও তিনি এরকম ভাবেই মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছিলেন। তখন পাকিস্তানের জনতাই ইমরান খানের প্রাক্তন এক বান্ধবীর সঙ্গে ওনার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে  আক্রমণ করেছিল। ওই ছবিতে একটি বিচের মধ্যে ইমরান খানের বান্ধবীকে তাঁর সঙ্গে বিকিনি পরে ঘুরতে দেখা গিয়েছিল।
 

Imran Khan
  • 6/8

গতবার ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইমরানকে তুলোধনা করেছিলেন তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও। জেমাইমা ট্যুইট করেন, "মহিলাদের নয়, দায় পুরুষদের ।" ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমাইমা গোল্ডস্মিথ ট্যুইটে লেখেন, "পুরুষকে বলো তাঁরা যেন নিজেদের গোপনাঙ্গ ঢেকে রাখে, দৃষ্টি সংযত করে। দায় পুরুষদের।" একইসঙ্গে জেমাইমা বলেছিলেন, আমি যে ইমরানকে চিনতাম সে বলত, মেয়েদের দোষ নয়, ছেলেদেরই চোখ ঢেকে রাখা উচিত। 

Imran Khan
  • 7/8


ইমরান খানকে একহাত নেন তাঁর আরেক প্রাক্তন  স্ত্রী রেহাম খানও। তিনি বলেন, ইমরান যত কম কথা বলেন তত সবার জন্য মঙ্গল। 

Advertisement
Imran Khan
  • 8/8

প্রসঙ্গত বরাবরই নিজের ক্রিয়াকলাপের জন্য সংবাদ  শিরোনামে থাকেন ইমরান খান। কখনও কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে, আবার কখনও দেশে জঙ্গিদের জন্য সেফ হোম তৈরি করে বারবার আলোচনায় থেকেছেন পাক প্রধানমন্ত্রী।

Advertisement