Advertisement
স্পেশাল

Viral Video: সমুদ্রগর্ভে ১৮ হাজার কেজির বোমা বিস্ফোরণ ঘটাল আমেরিকা!

  • 1/8

চিন, রাশিয়া, ইরানের মতো দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক কতটা মধুর তা সকলেই জানেন। তাই আমেরিকা বরাবর সামরিক শক্তি বাড়াতে তৎপর থাকে।

  • 2/8

সম্প্রতি মার্কিন নৌসেনা নতুন এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের পরীক্ষা করতে গিয়ে সমুদ্রগর্ভে ১৮ হাজার কেজির বোমা বিস্ফোরণ ঘটাল। যার ফলে সমুদ্রতলে ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হল।

  • 3/8

যুদ্ধের সময় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বোমারু বিমান এবং সাবমেরিনের অন্যতম টার্গেট থাকে। সে সময় এর আশপাশে বড়সড় বোমা বিস্ফোরণ হতে পারে। তাই পরীক্ষার জন্য ১৮ হাজার কেজির বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেই পরীক্ষা করল আমেরিকা।

Advertisement
  • 4/8

যুদ্ধের সময় এ ধরনের বিস্ফোরণ কতটা সহ্য করতে পারে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তার জন্যই এই পরীক্ষা করা হয়। বোমাটির সঠিক ওজন ছিল ১৮১৪৪ কেজি। বিস্ফোরণের পর সমুগ্রের জল অনেক উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছিল।

  • 5/8

একই সঙ্গে সমুদ্রের একটি বড় অংশে ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আমেরিকার জিওলজিকাল সার্ভে জানিয়েছে, বিস্ফোরণের ক্ষমতা এতটাই ছিল যে এর ফলে রিখটার স্কেলে ৩.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

  • 6/8

যুদ্ধের সময় কতটা তৈরি থাকতে পারবে আমেরিকা তার জন্যই এই পরীক্ষা করা হয়েছিল। একই সঙ্গে যদি এর ফলে জাহাজ বা যন্ত্রাংশে কোনও সমস্যা দেখা দেয় তা আগে থেকেই জানা যায়। সেটাও ঠিক করে নেওয়া হয়।

 

  • 7/8

ফ্লোরিডা উপকূল থেকে ১০০ মাইল দূরে আটলান্টিক মহাসাগরে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইউ এস এস জেরাল্ড আর ফোর্ড নামে নতুন এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের পরীক্ষার জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Advertisement
  • 8/8

ছবি সৌজন্য USS Gerald R. Ford - CVN 78 ফেসবুক

Advertisement