scorecardresearch
 
Advertisement
বিশ্ব

'ভারতের ভয়ে সেনাপ্রধানের পা কাঁপছিল,' অভিনন্দনকে মুক্তির সত্য ফাঁস!

ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 1/9


পুলওয়ামা হত্যাকাণ্ডের বদলা নিতে গতবছর বালাকোটে অভিযনা চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। পাক ভূখণ্ডে জঙ্গি ডেরা গুঁড়িয়ে দয় ভারতীয় বায়ুসেনা। অতর্কিতে চালানো ওই হামলায় বহু জঙ্গি নিহত হয়। তবে তাদের ভূখণ্ডে জঙ্গি ডেরা থাকার কথা অস্বীকার করে পাকিস্তান। বালাকোটে ভারতের এয়ারস্ট্রাইকের ঠিক পরের দিনই আকাশপথে ভারতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। সেবারও পাকিস্তানকেও মোক্ষম জবাব দেয় ভারত। ধাওয়া করে পাক এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। 

ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 2/9

তবে  পাক বিমানকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে চলে যান অভিনন্দন। পরে ভারতীয় বায়ুসেনার এই অফিসারকে আটক করে পাকিস্তান।  পাকিস্তানের হাতে বন্দি হওয়া ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে  ছেড়ে দেওয়ার প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন ‘শান্তি আর সৌজন্যের’ প্রতীক হিসেবেই ছাড়া হচ্ছে তাঁকে। 

ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 3/9

কিন্তু এবার আসল খবরটা ফাঁস করলেন পাকিস্তানের বিরোধী দলের এক সাংসদ।  পাকিস্তানের সাংসদ ও প্রাক্তন স্পিকার আয়াজ সাদিক সে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে  দাবি করলেন, ভারতের হামলার ভয়েই অভিনন্দনকে ছেড়ে দেয় পাকিস্তান। এমনকি ভারত হামলা করতে পারে, এটা আন্দাজ করে সেনাপ্রধান ‘ভয়ে কাঁপছিলেন।’

Advertisement
ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 4/9

মুসলিম লিগ-নওয়াজ নেতা আয়াজ সাদিকের দাবি ছিল, আসলে ভারতের হামলা চালানোর পরিকল্পনা ছিল না। পাকিস্তানের শুধু হাঁটু গেড়ে বসে অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ছিল, তা তারা করেছিল। ভিডিওটি টুইট করেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র।
 

ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 5/9

জানা গিয়েছে, অভিনন্দন বর্তমান আটক করে রীতিমত বিপাকে পড়েছিল পাকিস্তান। পাক সংসদে দাঁড়িয়ে পাকিস্তান মুসলিম লিগের নেতা আয়াজ সাদিকের দাবি, সেই সময় পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ঘোর অস্বস্তিতে পড়েছিলেন। এমনকী পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও ভয়ে কাঁপছিলেন।  ইমরান খানের সরকারের অস্বস্তি বাড়িয়ে এমনই মন্তব্য করেন ওই বিরোধী নেতা।
 

ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 6/9

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানে আটক হতেই জরুরি বৈঠকে বসে ইমরান খানের প্রশাসন। সেই বৈঠকে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, পাক সেনাপ্রধান বাজওয়া ছাড়াও বিরোধীদের তরফে উরস্থিত ছিলেন পাকিস্তান মুসলিম লিগের নেতা সর্দার আয়াজ সাদিক। তবে সেই বৈঠক এড়িয়ে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 7/9

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় শহিদ হয়েছিলেন চল্লিশের বেশি সিআরপিএফ জওয়ান। পুলওয়ামা বামলার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে হামাল চালায় ভারতীয় বিমান বাহিনী। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের একটি এফ-১৬ গুঁড়িয়ে দেন অভিনন্দন বর্তমান। তবে তাঁর বিমানকেও গুলি করে নামানো হয়। । পাকিস্তান এর পর দাবি করে, তাদের হেফাজতে রয়েছেন ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। 

Advertisement
ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 8/9

ভারতের পাশাপাশি অভিনন্দনকে ছাড়ার জন্য পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। এমনকি এনিয়ে মন্তব্য করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরপরেই ইমরান খান ঘোষণা করেন ১ মার্চ ছেড়ে দেওয়া হবে অভিনন্দন বর্তমানকে।

ভারতের ভয়েই অভিনন্দনকে মুক্তি
  • 9/9

কূটনৈতিক চাপের কাছে মাথা নত করেই অভিনন্দনকে ফেরাতে বাধ্য হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে পাকিস্তান যে কতটা ভয় পায় তা এবার ফাঁস হয়ে গেল পাকিস্তান মুসলিম লিগের নেতা সর্দার আয়াজ সাদিকের এই স্বীকারোক্তিতে।
 

Advertisement