scorecardresearch
 
Advertisement
বিশ্ব

কৃষক বিক্ষোভ থেকে নজর ঘোরাতেই ফের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত, আশঙ্কা পাক মিডিয়ার

সার্জিক্যাল স্ট্রাইক
  • 1/8

ভারত ফের সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে এমন আশঙ্কায় রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, দিল্লিতে কৃষক বিক্ষোভের জেরে মনযোগ ঘুরিয়ে দিতে ভারত বড় পদক্ষেপ নিতে পারে।  ওই সংবাদমাধ্যম এটাও জানিয়েছে,পাকিস্তান ভারতের সীমান্তে তাদের সেনাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

বিক্ষোভের থেকে মোড় ঘুরাতে
  • 2/8

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার দেশে চলা বিক্ষোভের থেকে মোড় ঘুরাতে বড় পদক্ষেপ নিতে পারে।

কড়া সতর্ক থাকতে বলা হয়েছে
  • 3/8

ওই সাংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাক সেনাকে সবসময় কড়া সতর্ক থাকতে বলা হয়েছে ভারতীয় সীমান্তে। আরেক পাক সংবাদমাধ্যম জিও নিউজও এই খবরটি করেছে।
 

Advertisement
কাশ্মীর, লাদাখ
  • 4/8

জিও নিউজে বলা হয়েছে, ভারত সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে পাক সীমান্তে। ভারত আভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যায় ভুগছে। এর থেকে মোড় ঘুরাতে এই পদক্ষেপ নিতে পারে। এছাড়া কাশ্মীর, লাদাখ নিয়েও সমস্যায় রয়েছে ভারত।
 

জঙ্গিঘাটি ধ্বংস
  • 5/8

পুলওয়ামা হামলার প্রেক্ষিতে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাটি ধ্বংস করতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। যদিও সেই ঘটনা এখনও স্বীকার করেনি পাকিস্তান। 

বিতর্কিত মন্তব্য
  • 6/8

ইতিমধ্যে ভারতে চলা কৃষক বিক্ষোভ নিয়ে একাধিক মন্তব্য করেছে পাকিস্তান। ভারত সরকারের তরফে কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু মাঝেমধ্যে এই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করছে পাকিস্তানের মন্ত্রীরা।

বিভক্ত করতে উস্কানিমূলক প্ররোচনা
  • 7/8

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী কৃষকদের আন্দোলন সম্পর্কে টুইট করে বলেন, 'নির্দয় মোদী সরকার পাঞ্জাবের কৃষকদের গুরুত্ব বোঝে না। ফাওয়াদ চৌধুরী তার টুইটে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে শুধু মন্তব্য করেননি, বরং ভারতীয় কৃষকদের বিভক্ত করতে উস্কানিমূলক প্ররোচনাও দেন বলে অভিযোগ।

Advertisement
ভারতের তরফ
  • 8/8

ফাওয়াদ অন্য একটি টুইটে লিখেছেন, পঞ্জাবের কৃষকদের উপর ন্যায় বিচার করা হচ্ছে না ভারতে। যদিও পাকিস্তানের এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ভারতের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement