scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ছেঁড়াফাটা জামার দাম ১ লক্ষ ৩৯ হাজার টাকা! নামী ব্র্যান্ড নিয়ে দেদার ট্রোলিং

প্যারিসের
  • 1/7

প্যারিসের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ব্যালেন্সিয়াগার নাম সারা দুনিয়ায় প্রসিদ্ধ। বড় বড় তারকারা এই ব্রান্ডের জামা, কাপড় পরে তাক লাগান। স্টাইল স্টেটমেন্ট বাড়ানোর জন্য এই ব্রান্ডের জামা, জুতো, ব্যাগের অপেক্ষায় থাকেন ক্রেতারা। নতুন কালেকশন নিজের ওয়ার্ডরোবে রাখার জন্য মুখিয়ে থাকেন তারা। দিন কয়েক ধরে নামিদামি এই ব্র্যান্ডই নেটদুনিয়ায় ট্রোলড হচ্ছে। ট্রোলের নেপথ্যে একটি বহু ছিদ্রযুক্ত মহিলা পোশাক।
 

Balenciaga
  • 2/7

Balenciaga তাদের নতুন ফ্যাশন ট্রেন্ডে নিয়ে এসেছে বহু ছিদ্রযুক্ত হুডি জ্যাকেট। যাতে রয়েছে অজস্র ছেদ। টর্নড জিন্সে যেমনটা থাকে আর কী! তবে এই হুডির ছিদ্রগুলি আরও বড়। চমকে যাওয়ার মত ব্যাপার হল, অজস্র ছিদ্রযুক্ত হুডি বিক্রি হচ্ছে ১,৩৫০ পাউন্ডে। ভারতীয় মূল্যে যা দাঁড়ায় ১,৩৯,১৬৩ টাকায়। সম্পূর্ণ পলিয়েস্টারে তৈরি নীল রঙের এই জ্যাকেটের হাতা, বুকে, পিছনে ও নীচে রয়েছে বড় বড় ছিদ্র। যা নিয়ে নেটদুনিয়ায় আলোচনার শেষ নেই।
 

এই হুডির
  • 3/7

এই হুডির ছবি শেয়ার করে সমালোচনায় ভরিয়েছেন নেটিজেনরা। একজন তো বলেই বসেন,"মাত্র ১ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের জামাটি দেখে মনে হচ্ছে যেন কুকুর কামড়ে, টেনে ছিঁড়ে ফেলেছে।" অন্য নেটিজেনের বক্তব্য,"জামা তো নয়, এ যেন বিগ বেন।" এমনই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
 

Advertisement
যদিও
  • 4/7

যদিও ব্র্যান্ডের দাবি, জামা কাপড় নিয়ে নিত্য নতুন ডিজাইন বানাতে কখনও ভয় না। জামার তলায় নীচের সাদা জামাতি পরিষ্কার দ্রষ্টব্য। জিন্সের জামায় বড় বড় ছিদ্রই এই জ্যাকেটটির বিশেষত্ব।"

এই ব্র্যান্ড
  • 5/7

Balenciaga ব্র্যান্ডের স্রস্টা ক্রিস্টোবল ব্যালেন্সিয়াগা। 'ফ্যাশনের রাজা' নামে তাঁর সুখ্যাতি আছে। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিয়ান ডিওর তাঁকে পৃথিবীর শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছিলেন। এই ব্রান্ডটি বহুবার নিজেদের অদ্ভুত ডিজাইনের জন্য চর্চার কেন্দ্রে এসেছে।

এই ব্র্যান্ড
  • 6/7

এই ব্র্যান্ড একবার একটি সারমেয়কে বড় হুডি পরিয়ে মডেলিং করিয়েছিল। সেবার এই বিষয়টি নিয়ে ইন্সটাগ্রামে শোরগোল পড়ে গেছিল। এত সমালোচনার পরেও তারা থেকে থাকেনি। এরপরই একজন মডেলকে গোলাপি হুডি পরিয়ে তাঁর মাথায় চ্যাপ্টা অদ্ভুত মুখভঙ্গির মুখোশ পরিয়ে দিয়েছিল। 
 

শুধু তাই
  • 7/7

শুধু তাই নয়, লেবু দিয়ে তৈরি কানের দুল বানিয়ে তাক লাগিয়েছে এই ব্র্যান্ড। এমনকি ওয়েস্টকোস্ট পরিয়ে এক মডেলের পকেটে সব্জি, ফল দিয়ে সাজিয়ে তুলেছিল তাদের অভিনব ডিজাইন।

Advertisement