scorecardresearch
 
Advertisement
বিশ্ব

PM Narendra Modi : প্রাচীন মূর্তির 'ঘর ওয়াপসি', USA থেকে ১৫৭ পুরাকীর্তি দেশে ফেরাচ্ছেন মোদী

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk one
  • 1/11

PM Narendra Modi: তিনদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)-এর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি দেশে ১৫৭টি পুরনো মূর্তি-পুরাকীর্তি ফিরিয়ে আনবেন।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk two
  • 2/11

সেগুলি হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কিত। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) সেই মূর্তিগুলি দেখছেন এমন ছবি প্রকাশিত হয়েছে। সেগুলিই ফিরিয়ে আনা হবে দেশে।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk three
  • 3/11

শনিবার তিনি (PM Narendra Modi) রাষ্ট্রপুঞ্জের সভায় বক্তৃতা করেন। তিনি গণতন্ত্রের শক্তির ওপর জোর দেন।

Advertisement
PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk four
  • 4/11

এর পাশাপাশি আফগানিস্তান, সেখানকার মহিলা, শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কথা বলেন। তিনি আতঙ্কবাদীদের তুমুল সমালোচনা করেন।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk five
  • 5/11

দেশের মানুষকে ব্যাঙ্কিং সিস্টেমে যুক্ত করা, সবাইকে উন্নয়নে সামিল করা, ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতাভুক্ত করা, ৫০ কোটির বেশি মানুষকে বিনা খরচায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk six
  • 6/11

তিনি আরও জানান, ৩ কোটি মানুষকে ঘর বানানোর কাজ করা হয়েছে। তাঁরা নিজেদের বাড়ি পেয়েছেন। মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পেতে পারেন, ব্য়াপারে জানান তিনি (PM Narendra Modi)।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk seven
  • 7/11

মোদী আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্য়ারিসের সঙ্গেও দেখা করেছেন, কথা বলেছেন। কোয়াড (QUAD) বৈঠকে উঠে এসেছিল তালিবান প্রসঙ্গ। চিনা অ্যাপ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মোদী।

Advertisement
PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk eight
  • 8/11

হোয়াইট হাউজে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে দুই দেশের সম্পর্ক, করোনা পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk nine
  • 9/11

জো বাইডেন এবং নরেন্দ্র মোদীর বৈঠকে আফগানিস্তান নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সেখানে দুই রাষ্ট্রনেতাই স্পষ্ট করেছেন, তালিবানকে নিজের কথা রাখার দরকার। এর পাশাপাশি আফগানিস্তানের মাটিকে যাতে আতঙ্কবাদীদের কাজে না লাগান হয়, সে ব্য়াপারেও জোর দেওয়া হয়েছে। আফগানিস্তানে পাকিস্তানের সক্রিয়তা রয়েছে। সে ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk ten
  • 10/11

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্য়ারিস আতঙ্কবাদের বিষয়টি তোলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের মাটিতে বেশ কয়েকটি আতঙ্কবাদী সংগঠন সক্রিয় রয়েছে।

PM Narendra Modi US Visit meets president Joe Biden will bring back 157 artefacts abk eleven
  • 11/11

ওই সংগঠনগুলির ওপর যাতে পাকিস্তান নিয়ন্ত্রণ রাখে, সে ব্য়াপারে পরামর্শ দেওয়া হয়েছে। যাতে ভারত এবং আমেরিকার নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা না হয়।

Advertisement