Advertisement
বিশ্ব

Socotra Island: এটি এলিয়েন দ্বীপ, পৃথিবীতেই যেন ভিনগ্রহ, কী রকম? দেখুন সব ছবি

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 1/10

এই পৃথিবীতে অনেক অদ্ভুত, বিস্ময়কর জায়গা আছে। প্রকৃতি এই পৃথিবীতে এমন বিস্ময়কর কাজ করেছে, যা দেখে বিজ্ঞানীদেরও অবাক হতে হয়। আজ আমরা আপনাকে এমন একটি দ্বীপ সম্পর্কে বলতে যাচ্ছি, যেটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত জায়গাগুলির মধ্যে একটি। এখানকার গাছপালা, পরিবেশ সবই যেন ভিন গ্রহের মতো।

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 2/10

এই জায়গার নাম সোকোট্রা দ্বীপ, যা 'এলিয়েন আইল্যান্ড' নামেও পরিচিত। ইয়েমেনের এই ছোট দ্বীপ সম্পর্কে মানুষের কাছে দীর্ঘকাল কোন তথ্য ছিল না, কিন্তু এই জায়গাটি আবিষ্কৃত হওয়ার পর এবং এখানে যে গাছপালা, পরিবেশ দেখা গেল তা খুবই আশ্চর্যজনক!

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 3/10

ইয়েমেন থেকে ৩৪০ কিলোমিটার দূরে এই দ্বীপে গাছপালা, প্রাণী, পাহাড় এবং মাটি রয়েছে আর পাঁচটা দ্বীপের মতোই। কিন্তু এখানের অধিকাংশ গাছপালা প্রায় ২ কোটি বছরের পুরনো।

Advertisement
Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 4/10

সোকোট্রা দ্বীপে থাকা ২ কোটি বছরের পুরনো গাছের প্রজাতি এখনও কীভাবে শুধুমাত্র পৃথিবীর এই অংশেই টিকে রয়েছে, তা-ও বিজ্ঞানীদের কাছে অত্যন্ত বিস্ময়ের।

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 5/10

এখানে আসা বিজ্ঞানী, গবেষকদের দাবি, এই দ্বীপে প্রায় ৮০০ রকমের বিরল প্রজাতির প্রাণী আর গাছপালা রয়েছে, যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। দ্বীপের গাছপালা দেখে মনে হয় হলিউডের কোনো মুভিতে দেখানো কাল্পনিক জগৎ।

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 6/10

এই দ্বীপে গাছ থেকে যে রস বের হয় তা রক্তের মতো লাল। সেই রস থেকে লোবান নামের এক ধরনের সুগন্ধযুক্ত পদার্থ তৈরি হয়। ২০০৮ সালে এই অদ্ভুত সোকোট্রা দ্বীপটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 7/10

সোকোট্রাসহ চারটি দ্বীপে মোট ৬০ হাজার মানুষের বসবাস। প্রতি বর্গকিলোমিটারে মাত্র ১১.৩ জন মানুষ বাস করে। অর্থাৎ, এলাকা অনুযায়ী জনসংখ্যা কম।

Advertisement
Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 8/10

প্রাচীনকালে এটি গন্ডোয়ানা মহাদেশের অংশ ছিল। ধীরে ধীরে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে একটু দূরে গিয়ে থেমে গেল। চারটি দ্বীপ ছাড়াও দুটি ছোট পাথুরে দ্বীপ রয়েছে, যেখানে মানুষ নয়, সামুদ্রিক পাখির বাস।

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 9/10

সোকোট্রা দ্বীপপুঞ্জে চারটি দ্বীপ রয়েছে। সোকোত্রা, আবদ আল কুরি, সামহাহ এবং দারসাহ। সোকোট্রা দ্বীপের আয়তন ৩৭৯৬ বর্গ কিলোমিটার। এটি প্রায় ১৩২ কিলোমিটার লম্বা এবং ৫০ কিলোমিটার চওড়া। এখানকার সর্বোচ্চ পর্বত হল মাশানিগ। যার উচ্চতা ৪৯৩১ ফুট। এর রাজধানীর নাম হাদিবু।

Socotra Island: পৃথিবীতেই রয়েছে এই এলিয়েন দ্বীপ, ছবি দেখলে চমকে যাবেন!
  • 10/10

এখানে তিন ধরনের ভূমি রয়েছে- প্রথম উপকূলীয় সমভূমি, দ্বিতীয় চুনাপাথরের মালভূমি এবং তৃতীয় হাজির পর্বত। পাহাড়ের উচ্চতা ৪৯৩১ ফুট। এখানকার বেশিরভাগ তাপমাত্রাই উষ্ণ থাকে। বছরের গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বছরে কম বৃষ্টি হয়। বর্ষার মাস অক্টোবর থেকে ডিসেম্বর।

Advertisement