scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Sri Lanka Crisis : জ্বলছে শ্রীলঙ্কা! দেশজুড়ে খাবারের হাহাকার-মৃত ৮, ১০০ বাড়ি পুড়ে ছাই

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe one
  • 1/12

Sri Lanka Crisis: সোমবার থেকে শ্রীলঙ্কায় নতুন পরিবেশের অবনতি হয়েছে। সেখানে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ৮৮টি যানবাহন ও শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। সে দেশের পরিস্থিতি তপ্ত।

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe two
  • 2/12

গত কয়েকদিনে ডলারের তুলনায় শ্রীলঙ্কার মুদ্রার মূল্য ৮০ শতাংশের বেশি কমেছে। মার্চ মাসে শ্রীলঙ্কায় ১ ডলারের দাম ছিল ২০১ শ্রীলঙ্কা রুপি। যা এখন ৩৬০ শ্রীলঙ্কান রুপিতে এসে দাঁড়িয়েছে।

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe three
  • 3/12

একই সময়ে, মূল্যস্ফীতির হারও ১৭ শতাংশ পার করে ফেলেছে। যা সমগ্র দক্ষিণ এশিয়ার যে কোনও দেশে মূল্যস্ফীতির সবচেয়ে খারাপ স্তর।

Advertisement
Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe four
  • 4/12

শ্রীলঙ্কায় ভয়াবহ হিংসা ও দাঙ্গার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতা-এমপিদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ চরমে। 

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe five
  • 5/12

পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে জায়গায় জায়গায় খুঁজেছেন তাঁর বিরোধীরা। 

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe six
  • 6/12

বিক্ষুব্ধ জনতা তাঁর পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে, শ্রীলঙ্কার সোশ্যাল মিডিয়ায় তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে যে মাহিন্দা রাজাপাকসে সপরিবারে ভারতে পালিয়ে গেছেন।

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe twelve
  • 7/12

মঙ্গলবার কিছু খবরকে ভুল বলেছে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন। এর মধ্যে বলা হচ্ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর পরিবার ভারতে পালিয়ে এসেছেন। ভারত এসব খবরকে ভুয়া ও মিথ্যা বলেছে।

আরও পড়ুন: মরুভূমিতে মাছ? টিকে থাকার ক্ষমতা দেখে চমকে গেলেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় মঙ্গলবার থেকে আবার স্মার্ট টোকেন

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে হরিদ্বার-ঋষিকেশে গঙ্গাস্নান নয়, প্রয়াগরাজে কড়াকড়ি

Advertisement
Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe seven
  • 8/12

সোমবার শ্রীলঙ্কার পরিস্থিতি খারাপ হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। এর আগে সোমবার সেখানে হিংসার কারণে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য-সহ তিনজন নিহত হন। 

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe eight
  • 9/12

তাঁকে জনতা ঘিরে ধরেছিল। তারপর তিনি নিজেকে গুলি করেন।

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe nine
  • 10/12

অর্থনৈতিক মন্দার মুখে থাকা শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। জনগণের রোষানলে পুড়ছে প্রতিবেশী দেশ, যার টার্গেট মাহিন্দা রাজাপক্ষে। পাশাপাশি তাঁর মন্ত্রিসভার সদস্য, দলের নেতা-এমপিরাও। 

Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe ten
  • 11/12

অগ্নিসংযোগ, হিংসার ঘটনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের রাস্তায় নেমেছে সেনাবাহিনী। 

Advertisement
Sri Lanka Crisis violent protest dead curfew PM mahinda rajapakshe eleven
  • 12/12

বর্তমানে সেখানে ফের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবং রাস্তায় দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement