scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Rihanna থেকে Mia Khalifa, ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট হেবিওয়েট সেলেবদের!

ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 1/9

দেশ জুড়ে দু'মাসেরও বেশি কৃষক আন্দোলন চলছে। কেন্দ্রের তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে, এই দাবিতে অনড় কৃষকরা। কৃষকদের আন্দোলন রুখতে সচেষ্ট সরকারও। প্রজাতন্ত্র দিবসের দিন তাঁদের ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে রণক্ষত্রের চেহারা নেই দিল্লি।

ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 2/9

দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন। সংযুক্ত কৃষক মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দেশজুড়ে ৩ ঘণ্টার ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করা হবে।

ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 3/9

সোমবার বাম নেতা মহম্মদ সেলিম-সহ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনকারী একাধিক ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। সোমবার দুপুর থেকে টুইটার অ্যাকাউন্টগুলি দেখা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে কৃষকদের সংযুক্ত মঞ্চ ‘কৃষক একতা মোর্চা’-র অ্যাকাউন্টও।

Advertisement
ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 4/9

ইতিমধ্যে কৃষক আন্দোলনের সমর্থনকারী ২৫০টি অ্যাকাউন্ট ব্লক করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। কিন্তু তা সত্ত্বেও ভারতের এই কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবরাও এ বার মুখ খুলতে শুরু করেছেন। বিভিন্ন মহলের একাধিক আন্তর্জাতিক তারকার টুইটে কৃষক আন্দোলনের পক্ষে জনসমর্থন আরও বেড়ে চলেছে।

ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 5/9

ইতিমধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোন মীনা হ্যারিস কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছেন। আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে ভারতের ইন্টারনেট শাটডাউন বা আধা সামরিক বাহিনীর চড়াও হওয়ার ঘটনার প্রতিবাদে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 6/9

“আমরা কেন এ বিষয়ে কথা বলছি না?” কৃষক আন্দোলনের প্রসঙ্গে টুইট করেছেন বিখ্যাত পপস্টার, অভিনেত্রী রিহানাও (Rihanna)। তাঁর এই টুইটের পরই অবশ্য রিহানাকে কটাক্ষ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রিহানাকে নির্বোধ বলে কঙ্গনা লেখেন, “কেউই এ নিয়ে কথা বলছে না কারণ তারা কৃষক নয় তারা সন্ত্রাসবাদী যারা ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে যাতে চীন আমাদের দুর্বল ভাঙ্গা দেশটিকে দখল করতে পারে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো এটি একটি চিনা উপনিবেশ তৈরি করতে পারে।”

ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 7/9

রিহানার মতোই আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন নোবেল শান্তি পুরস্কারে মনোনীত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)। তিনি তাঁর টুইটে ভারতের কৃষক আন্দোলনের প্রতি নিজের সহমর্মিতার কথা জানান।

Advertisement
ভারতের কৃষক আন্দোলন নজর কাড়ছে আন্তর্জাতিক হেবিওয়েট সেলেবদের!
  • 8/9

হলিউড অভিনেতা জন কুস্যাকও (John Cusack) ভারতে দু'মাসেরও বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন প্রসঙ্গে টুইট করেছেন। নিজের টুইটে তিনি লিখেছেন, “শিখ ফার্মার্স উনিটিং আপরাইসিং ইন নিউ দিল্লি - ওয়াইল্ড স্টোরি আনফোল্ডিং!”

ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট হেবিওয়েট সেলেবদের!
  • 9/9

রিহানা এবং গ্রেটা গ্রেটা থুনবার্গের পর পর্ন তারকা মিয়া খলিফা ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন। মিয়া তাঁর টুইটে বিক্ষোভের একটি ছবি শেয়ার করেছেন এবং দিল্লির ঘটনার ধারাবাহিকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement