Advertisement
বিশ্ব

Ukraine Drone: সস্তা ‘স্টিং’ আর ‘বুলেট’-এ ধাক্কা, ইউক্রেনের দেশি ড্রোনে নাস্তানাবুদ রাশিয়ার মহার্ঘ্য শাহেদ

ইউক্রেনের ড্রোন
  • 1/11

১) গভীর রাত। ইউক্রেনের এক বিশেষ ড্রোন ইউনিট নীরবে প্রস্তুতি নিচ্ছে। হালকা স্ট্যান্ডে বসানো হচ্ছে অ্যান্টেনা ও সেন্সর। হার্ড কেস খুলে বের করা হচ্ছে মনিটর আর কন্ট্রোল সিস্টেম। যুদ্ধক্ষেত্রে নামার আগে সব কিছু নিখুঁতভাবে যাচাই চলছে।

ইউক্রেনের ড্রোন
  • 2/11

২) এই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে এক নতুন অস্ত্র ইন্টারসেপ্টর ড্রোন ‘স্টিং’। দেখতে অনেকটা উড়ন্ত থার্মসের মতো। ইউক্রেনের ঘরোয়া প্রযুক্তিতে তৈরি এই ড্রোন এখন রাশিয়ার হামলার বিরুদ্ধে বড় হাতিয়ার হয়ে উঠছে।

ইউক্রেনের ড্রোন
  • 3/11

৩) ড্রোন ইউনিটের কমান্ডার, যিনি ‘লোই’ নামে পরিচিত, জানান, রাশিয়া যে দ্রুত বদলে ফেলা সুইসাইড ড্রোন ব্যবহার করছে, স্টিং সেগুলির মোকাবিলায় বেশ কার্যকর। কম খরচে বেশি ক্ষতি এই নীতিতেই এগোচ্ছে ইউক্রেন।

Advertisement
ইউক্রেনের ড্রোন
  • 4/11

৪) প্রতিদিন রাতেই ইউক্রেনের শহর ও বিদ্যুৎ পরিকাঠামোর উপর হামলা চালাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে কিয়েভকে পুরো এয়ার ডিফেন্স কৌশল বদলাতে হয়েছে। আকাশরক্ষায় এখন ভরসা হয়ে উঠছে সস্তা কিন্তু কার্যকর ড্রোন-কিলার।

ইউক্রেনের ড্রোন
  • 5/11

৫) ইউক্রেন এখন এমন ইন্টারসেপ্টর তৈরি করছে, যাদের দাম মাত্র এক হাজার ডলার পর্যন্ত। ২০২৫ সালেই এই ড্রোনগুলি পরীক্ষামূলক পর্যায় ছেড়ে দ্রুত গণউৎপাদনে চলে এসেছে। আধুনিক যুদ্ধের ছবিটাই বদলে যাচ্ছে।

ইউক্রেনের ড্রোন
  • 6/11

৬) বিশেষজ্ঞদের মতে, কার্যকর প্রতিরক্ষার জন্য বিপুল উৎপাদন, দ্রুত উদ্ভাবন এবং সস্তা প্রযুক্তিকে পুরনো ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়াই আসল চাবিকাঠি। ‘ওয়াইল্ড হর্নেটস’ নামে এক স্বেচ্ছাসেবী স্টার্টআপ স্টিংয়ের মতো মডেল তৈরি করছে।

ইউক্রেনের ড্রোন
  • 7/11

৭) একই সঙ্গে এসেছে আরও একটি ইন্টারসেপ্টর ‘বুলেট’। এই ড্রোনগুলি প্রচণ্ড গতিতে শত্রুপক্ষের ড্রোনের দিকে ছুটে গিয়ে সরাসরি ধাক্কা মারে। পাইলটরা মনিটর দেখে বা ফার্স্ট-পার্সন ভিউ গগলস পরে এগুলি চালান।

Advertisement
ইউক্রেনের ড্রোন
  • 8/11

৮) এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খরচের হিসেব। জেনারেল চেরি স্টার্টআপের আন্দ্রি লাভরেনোভিচ জানান, যে ড্রোনগুলি তারা ধ্বংস করছে, সেগুলির দাম ১০ হাজার থেকে ৩ লক্ষ ডলার পর্যন্ত। ফলে রাশিয়ার আর্থিক ক্ষতি বিপুল।

ইউক্রেনের ড্রোন
  • 9/11

৯) লাভরেনোভিচ বলেন, রাশিয়া ইরানের নকশায় তৈরি শাহেদ সুসাইড ড্রোন ব্যবহার করছে। এগুলির নানা সংস্করণ রয়েছে। কোথাও জ্যামার, কোথাও ক্যামেরা, কোথাও আবার টার্বোজেট ইঞ্জিন। ফলে এটা একটানা উদ্ভাবনের লড়াই।

ইউক্রেনের ড্রোন
  • 10/11

১০) ওয়াশিংটনের সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালিসিসের প্রতিরক্ষা বিশ্লেষক ফেদেরিকো বোর্সারি মনে করেন, এই সস্তা ইন্টারসেপ্টর ড্রোন ইউক্রেন ও ইউরোপের অ্যান্টি-ড্রোন ব্যবস্থায় অত্যন্ত মূল্যবান সংযোজন।

ইউক্রেনের ড্রোন
  • 11/11

১১) তাঁর কথায়, কম দাম আর বেশি গতিশীলতার কারণে অনেক বেশি লক্ষ্য রক্ষা করা সম্ভব। তবে এগুলো কোনও ‘ম্যাজিক অস্ত্র’ নয়। সেন্সর, দ্রুত কমান্ড সিস্টেম ও দক্ষ অপারেটরের উপরই সাফল্য নির্ভর করে। আগামী দিনে স্বয়ংক্রিয়, এআই-চালিত ড্রোনই যুদ্ধক্ষেত্রে সৈনিকদের জীবন বাঁচাবে, এমনটাই আশা।

Advertisement