scorecardresearch
 
Advertisement
বিশ্ব

ফের হারালেন ট্রাম্পকে! এবার কোন সম্মান ঝুলিতে পুড়লেন বাইডেন-কমলা জুটি

Time 2020 Person of the Year
  • 1/13

টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে মনোনীত হলেন  নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Time 2020 Person of the Year
  • 2/13

 ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে  দু’জনের নাম ঘোষণা করল  আমেরিকার প্রভাবশালী এই ম্যাগাজিন।
 

Time 2020 Person of the Year
  • 3/13

টাইম ম্যাগাজিন ১৯২৩ সালে যাত্রা শুরু করে। এর চার বছর পর অর্থাৎ ১৯২৭ সাল থেকে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচন করে আসছে ম্যাগাজিনটি।

Advertisement
Time 2020 Person of the Year
  • 4/13

৯৭ বছরের পুরনো টাইম ম্যাগাজিনের এবারের প্রচ্ছদ করা হয়েছে জো বাইডেন ও কমলা হ্যারিসের ছবি দিয়ে। এতে লেখা হয়েছে, 'চেঞ্জিং আমেরিকা’স স্টোরি'।

Time 2020 Person of the Year
  • 5/13

ডেমোক্র্যাট দলের এই জুটি তিন প্রার্থীকে পরাজিত করে ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।

Time 2020 Person of the Year
  • 6/13

এবারে এ স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা অর্থাৎ চিকিৎসক, নার্স, ডেলিভারি বয়, দোকানের কর্মী, জরুরি সেবাকর্মীসহ যারাই মহামারিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্থনি ফাউচি।
 

Time 2020 Person of the Year
  • 7/13

এছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল সংক্ষিপ্ত তালিকায়।
 

Advertisement
Time 2020 Person of the Year
  • 8/13

তবে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন। তার সঙ্গে সম্মান জানানো হয়েছে কমলাকেও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ও আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট।

Time 2020 Person of the Year
  • 9/13

যদিও পাঠকদের ভোটে এবারের বর্ষসেরা হিসেবে এগিয়ে ছিলেন করোনা যোদ্ধারা। তবে টাইমের চোখে  স্বীকৃতির জন্য উঠে আসে বাইডেন ও কমলার নাম।

Time 2020 Person of the Year
  • 10/13

তবে ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের বর্ষাসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন।
 

Time 2020 Person of the Year
  • 11/13

ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০জন জন মহিলার তালিকায় স্থান করে নিয়েছেন আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। সদ্য প্রকাশিত ফোর্বস তালিকার হাত ধরেই এই নতুন শিরোপা এসেছে কমলার ঝুলিতে।

Advertisement
Time 2020 Person of the Year
  • 12/13


এবার টাইম ম্যাগাজিনের তরফে প্রকাশিত বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম উঠল কমলা হ্যারিসের।

Time 2020 Person of the Year
  • 13/13

এদিকে  মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী  ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বাইডেন। তিনি আমেরিকায় ৪৬ তম প্রেসিডেন্ট হতে চলেছেন। 
 

Advertisement