scorecardresearch
 
Advertisement
বিশ্ব

মানবসভ্যতা ধ্বংসের কারণ হতে পারে এই আগ্নেয়গিরি, আশঙ্কায় বিজ্ঞানীরা

প্রতীকী ছবি
  • 1/10

প্রাকৃতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি সংবেদনশীল অঞ্চলগুলির মধ্যে অন্যতম Yellowstone Supervolcano। বহুদিন ধরেই একটা ধারনা তৈরি হয়েছে যে, এই আগ্নেয়গিরি কোনও সময় হয়ত পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে উঠবে। কারণ এই নিচে প্রচুর পরিমানে গরম লাভার খোঁজ পাওয়া গিয়েছে। প্রায় ১৮ বছর গবেষণার পর জানা গিয়েছে এই তথ্যটি। 

প্রতীকী ছবি
  • 2/10

হলিউডের ছবি ২০১২-তে এই জায়গা থেকেই প্রলয়ের সূচনা দেখানো হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, যতটা ভাবা হয়েছিল, তারচেয়ে অনেক বেশি লাভা রয়েছে Yellowstone Supervolcano-র নিচে। আন্তর্জাতিক স্তরে বিজ্ঞানীদের একটি দল এই গবেষণা চালিয়েছে, যাতে এর আগামী বিস্ফোরণের বিষয়ে জানা যায়। 

প্রতীকী ছবি
  • 3/10

এই গবেষণার নেতৃত্বে রয়েছেন ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-ক্যাম্পেইনের ভূতাত্ত্বিক রস ম্যাগওয়্যার। ইয়েলোস্টোন সুপার আগ্নেয়গিরির নিচের ম্যাগমার সঠিক অনুমান পাওয়ার কথা তিনিই প্রথম ভেবেছিলেন। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/10

রস ম্যাগওয়্যার বলেন ইয়েলোস্টোনের নীচে একটি বিশাল ম্যাগমা রিজার্ভার রয়েছে। এত বড় পরিসরে থাকা উত্তপ্ত লাভা কবে নির্গত হবে তা এখনই বলা সম্ভব নয়। এর বিস্ফোরণের তীব্রতা কত হবে, বা এটি কতটা শক্তিশালী হবে, ভবিষ্যতে কী হবে তা বলা যাচ্ছে না। কারণ এই এলাকাটি ভৌগোলিকভাবে খুবই স্পর্শকাতর।

প্রতীকী ছবি
  • 5/10

রস ম্যাগওয়্যার আরও বলেন, 'মাটির নিচে কী আছে তা খুঁজে বের করা সহজ নয়। আমরা এই গবেষণাটি ২০০০ সালে শুরু করি। ২০১৮ সালে সম্পন্ন হয়েছে। সেই সময়ই আমরা জানতে পারি যে ইয়েলোস্টোন সুপার আগ্নেয়গিরির নীচে গরম লাভার একটি বিশাল উৎস রয়েছে।'

প্রতীকী ছবি
  • 6/10

ভূমিকম্পের তরঙ্গের পরিবর্তন দেখায় সেখানে কী ধরনের গতিবিধি আছে। সেই তরঙ্গগুলি আসলে গলিত ম্যাগমার প্রবাহ। সবচেয়ে ধীর গতির ম্যাগমা তরঙ্গ ৩ থেকে ৮ কিলোমিটার গতিতে চলে। কিন্তু কোনও টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই গতি বাড়লে সমস্যা বাড়বে।
 

প্রতীকী ছবি
  • 7/10

এই মুহূর্তে লাভার গলে যাওয়ার হার ১৬ থেকে ২০ শতাংশ। কিন্তু যদি তা ৩৫ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে ইয়েলোস্টোন সুপারভলক্যানোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। তবে যেকোনও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পেছনে অনেক কারণ থাকে। গলিত লাভার সঞ্চয়, প্রবাহ এবং দিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Advertisement
প্রতীকী ছবি
  • 8/10

ইয়েলোস্টোন সুপার আগ্নেয়গিরিটি গত ২১ মিলিয়ন বছরে ভয়ানক তীব্রতার সঙ্গে তিনবার বিস্ফোরিত হয়েছে। রস বলছেন, কখন এটি বিস্ফোরিত হবে তা বলা কঠিন। কিন্তু যখনই তা ঘটবে, তখনই হবে ভয়াবহ। আমেরিকায় বিরাট ধ্বংসলীলা ডেকে আনতে পারে। এর প্রভাব পার্শ্ববর্তী সমুদ্র এলাকাতেও দেখা যায়।

আরও পড়ুন - মহম্মদ বাজারে শ্যুটআউট, নিহত খাদান কর্মী, আহত স্কুল শিক্ষক

প্রতীকী ছবি
  • 9/10

পূর্বে এতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল তা ৬ লক্ষ ৪০ হাজার বছর আগে হ। এর পর 70 হাজার বছর আগে আরও একটি বিস্ফোরণ হয়েছিল, যা কালডেরার ভিতরে সীমাবদ্ধ ছিল।
 

প্রতীকী ছবি
  • 10/10

এই আগ্নেয়গিরির চারপাশে প্রতি বছর গড়ে ১০০০ থেকে ২০০০ ভূমিকম্প হয়, যা পরিমাপ করা যায়। বেশিরভাগেরই তীব্রতা 3 এর কম। এটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সের একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে অনেক গরম জলের পুকুর এবং প্রাকৃতিক ঝরনা রয়েছে। যা নিচের উত্তপ্ত লাভার কারণে গরম থাকে। 

Advertisement