scorecardresearch
 
Advertisement
বিশ্ব

করোনার কেন্দ্র উহানে এখন রাতের ছবিটা ঠিক কেমন? ছবিতে দেখুন

এখন দেখলে চমকে উঠবেন
  • 1/7

যেই শহর থেকে চারিদিকে করোনা ছড়িয়েছিল বলা হয়ে থাকে, সেই উহানের ছবিটা অনেকে এখন দেখলে চমকে উঠবেন। রীতিমতো সেখানে রাতেল বেলা পার্টি, খোশমেজাজে রয়েছেন উহানের বাসিন্দারা।  (সব ছবি- রয়টার্স)
 

নাইট ক্লাব ভর্তি
  • 2/7

করোনাকালে লকডাউনের পরে  বন্ধ হয়ে গেছিল সমস্ত নাইটক্লাব। কিন্তু এখন সেগুলি খুলেছে। সন্ধ্যা গড়াতেই উহানের সমস্ত ডিস্কো-পাব-নাইট ক্লাব ভর্তি হয়ে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেতে উঠতে দেখা যায়। এছাড়াও পরিবার কিংবা আপনজনের সঙ্গে ঘুরতে দেখা যায়।

দীর্ঘ সময় লকডাউনে
  • 3/7

এক বাসিন্দা জানান, করোনাকালে দীর্ঘ সময় লকডাউনে ছিলেন তাঁরা। বাড়ির বাইরে বেরনোর অনুমতি ছিল না তাঁদের কাছে। ফলে এক দমবদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন কাটছিল।

Advertisement
আনন্দে সামিল সকলে
  • 4/7

কিন্তু চিনা সরকারের কঠোর বিধিনিষেধের নিয়ম এখন কমে গিয়েছে। এখন নাইটক্লাবগুলিও চালু হওয়ার পরে আনন্দে সামিল সকলে।

বিশ্বের প্রথম করোনা
  • 5/7

করোনার প্রথম দিকে উহানেই বেশি সংক্রমণ ছড়িয়ে পড়ে। অনেকের মতে, উহান থেকেই বিশ্বের প্রথম করোনা সংক্রমণ ছড়ায়। যদিও চিন সেই দাবি মানতে চায়নি।

করোনা আক্রান্ত
  • 6/7

চিনে সরকারি হিসাবে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৬৩৪ জন। তার মধ্যে উহানেই কোভিড আক্রান্ত হয়েছে ৩৯০০ জন মারা গিয়েছেন।
 

সংক্রমণ এখানে সামনে আসেনি
  • 7/7

বিগত কয়েকমাসে আর করোনার কোনও সংক্রমণ এখানে সামনে আসেনি। তাই লকডাউনের মুক্তির স্বাদ পেতে খুশির আনন্দে উহানের বাসিন্দারা। 

Advertisement