scorecardresearch
 

৮ হাজার বছরের প্রাচীন মানুষের খুলি মিলল নদীতে, গবেষণায় জানা গেল ব্যক্তির ডায়েট

ফরেনসিক পরীক্ষায় মাথার খুলিতে পাওয়া কার্বন রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয়। সেই বিশ্লেষণে জানা যায় যে ওই ব্যক্তি মাছ, ভুট্টা, বাজরা বা জোয়ার খেতেন। মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক তথা অধ্যক্ষ ক্যাথলিন ব্লু (Kathleen Blue) বলছেন, ওই ব্যক্তি যে সময়ে বাস করতেন সেই সম্পর্কে খুব কমই জানা গিয়েছে। ব্যক্তির ডায়েটে অবশ্যই সেই অঞ্চলে জন্মানো গাছপালা, হরিণ, মাছ, কচ্ছপ ইত্যাদি থাকতে পারে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রাচীন মানুষের খুলি উদ্ধার
  • পাওয়া গেল নদী থেকে
  • জানা গেল ব্যক্তির খাদ্যাভ্যাস

আমেরিকার মিনেসোটা নদীর (Minnesota River) কাছে ২০২১ সালে ২ ব্যক্তি মানুষের খুলির একটি অংশ খুঁজে পেয়েছিলেন। অপরাধ ঘটিত কাজের সন্দেহে বেওয়ারিশ ওই খুলির পরিচয় জানতে সেটির ফরেন্সিক পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষা করে যা উঠে আসে তা দেখে অবাক হয়ে যান বিজ্ঞানীরা। 

আসলে সেটি কোনও অপরাধ সম্পর্কিত কাজের প্রমাণ ছিল না। বরং সেটি ছিল প্রাচীন আমেরিকার একটি জীবন সূত্র। মানুষের মাথার খুলির ওই অংশটির বয়স ছিল প্রায় ৮,০০০ বছর। গবেষণায় জানা যায়, ওই খুলিটি যাঁর ছিল তিনি ৫,৫০০ থেকে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দের মানুষ ছিলেন। 

নদীর মধ্যে পাওয়া যায় খুলিটি
দক্ষিণ-পশ্চিম মিনেসোটার স্যাক্রেড হার্ট শহরের কাছে ২০২১ সালের সেপ্টেম্বরে কায়কাররা খুলিটি খুঁজে পেয়েছিলেন। যেখানে এই খুলিটি পাওয়া যায় সেই জায়গাটি জলের নিচে ছিল। কিন্তু প্রচণ্ড খরার কারণে নদীর জলস্তর কমে যায়, ফলে খুলিটি বেরিয়ে আসে। 

খুলি থেকে জানা যায় ডায়েট
ফরেনসিক পরীক্ষায় মাথার খুলিতে পাওয়া কার্বন রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয়। সেই বিশ্লেষণে জানা যায় যে ওই ব্যক্তি মাছ, ভুট্টা, বাজরা বা জোয়ার খেতেন। মিনেসোটা স্টেট ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক তথা অধ্যক্ষ ক্যাথলিন ব্লু (Kathleen Blue) বলছেন, ওই ব্যক্তি যে সময়ে বাস করতেন সেই সম্পর্কে খুব কমই জানা গিয়েছে। ব্যক্তির ডায়েটে অবশ্যই সেই অঞ্চলে জন্মানো গাছপালা, হরিণ, মাছ, কচ্ছপ ইত্যাদি থাকতে পারে। 

মাথায় আঘাতের চিহ্ন 
ক্যাথলিন আরও বলেন, উদ্ধার হাওয়া মাথার খুলির অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে সেই আঘাতে ব্যক্তির মৃত্যু হয়নি। কারণ হাড়ে পুনরায় বৃদ্ধির লক্ষণ দেখা গিয়েছে। অর্থাৎ ওই ব্যক্তি আঘাত থেকে বেঁচে গিয়েছিলেন।

Advertisement

ওই সময়ের কিছু মানব দেহাবশেষ আগেও পাওয়া গিয়েছিল। ১৯৩০-এর দশকে রাস্তা নির্মাণের সময় একটি নেটিভ আমেরিকান কিশোরীর (Minnesota Woman) মাথার খুলি এবং কঙ্কাল পাওয়া গিয়েছিল। মনে করা হয় যে সেই কঙ্কালটিও ৮,০০০ থেকে ১০,০০০ বছরের পুরনো। মেয়েটির কাছে একটি শিংয়ের ছোরাও পাওয়া যায়।

আরও পড়ুনবিনা পয়সায় সারা মাস খাওয়াদাওয়া সারলেন এই মহিলা, কীভাবে?

 

Advertisement