Chinese Plane Crash: দাউদাউ করে জ্বলছে আগুন, চিনা বিমান ভেঙে পড়ার পর প্রকাশ্যে Video

দক্ষিণ-পশ্চিম চিনে মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। ১৩৩ জন যাত্রী ছিলেন। হতাহতের কোনও খবর নেই।

Advertisement
দাউদাউ করে জ্বলছে আগুন, চিনা বিমান ভেঙে পড়ার পর প্রকাশ্যে Videoমাঝ আকাশে ভেঙে পড়ল চিনা বিমান।
হাইলাইটস
  • মাঝ আকাশে ভেঙে পড়ল চিনা বিমান।
  • বিমানে ছিলেন ১৩৩ জন যাত্রী।
  • বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝুতে যাচ্ছিল।

মাঝ আকাশে ভেঙে পড়ল চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান। বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝুতে যাচ্ছিল। বিমান ভেঙে পড়ার পর জঙ্গলে আগুন লেগে গিয়েছে। ১৩৩ জন যাত্রী ছিলেন বিমানে। শুরু হয়েছে উদ্ধারকাজ। হতাহতের কোনও খবর নেই।

বিমান ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। একটি ভিডিওয় দেখা যাচ্ছে, পাহাড়ের মাঝে কুণ্ডলীকৃত ধোঁয়া। আর একটি ভিডিওয় বিমানের ভাঙা অংশ ছড়িয়েছিটিয়ে রয়েছে। ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজতক বাংলা ডট কম।             

জানা গিয়েছে, ৬ বছরের পুরনো বোয়িং ৭৩৭ ভেঙে পড়েছে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা স্পষ্ট নয়। 

আরও পড়ুন- বাংলাদেশের সংখ্যালঘুদের বেলায় নীরব রাষ্ট্রসঙ্ঘ: ইসকন

 

POST A COMMENT
Advertisement