আমেরিকার পরমাণু কেন্দ্রে নজরদারি চিনা বেলুনের? 'গুলি করে নামানোও ঝুঁকির,' বলছে পেন্টাগন

আমেরিকার ‘স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির’ উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চিন! বৃহস্পতিবার পেন্টাগনের তরফে এই দাবি করা হয়েছে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে যে, ওই বেলুন নষ্ট করতে গুলি করাও খুব ঝুঁকিপূর্ণ। তাই আপাতত সতর্ক থাকছে তারা। তবে ওই বেলুন নিয়ে চিন-আমেরিকা সম্পর্ক ফের উদ্বেগের মধ্যে রয়েছে। 

Advertisement
আমেরিকার পরমাণু কেন্দ্রে নজরদারি চিনা বেলুনের? 'গুলি করে নামানোও ঝুঁকির,' বলছে পেন্টাগনচিনা বেলুন
হাইলাইটস
  • আমেরিকার ‘স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির’ উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চিন!
  • বৃহস্পতিবার পেন্টাগনের তরফে এই দাবি করা হয়েছে।

আমেরিকার ‘স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলির’ উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চিন! বৃহস্পতিবার পেন্টাগনের তরফে এই দাবি করা হয়েছে। পেন্টাগনের তরফে জানানো হয়েছে যে, ওই বেলুন নষ্ট করতে গুলি করাও খুব ঝুঁকিপূর্ণ। তাই আপাতত সতর্ক থাকছে তারা। তবে ওই বেলুন নিয়ে চিন-আমেরিকা সম্পর্ক ফের উদ্বেগের মধ্যে রয়েছে। 

পেন্টাগন একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে যে, আগেও আমেরিকার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় এধরণের বেলুন দেখা গেছে। এদিকে, মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এই সপ্তাহে বেজিংয়ে প্রথম সফর করার কথা ছিল। তাঁর সফরে এই বেলুন কোনও প্রভাব ফেলবে কী না, তা অবশ্য স্পষ্ট নয়। 

আমেরিকা বেলুনটিকে গুলি করে নামানোর কথা ভেবেছিল, কিন্তু সেক্ষেত্রে এলাকার লোকজনের ক্ষতি হতে পারে। তাই গুলি করার পরিকল্পনা বাতিল করা হয়েছে। মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এক বিবৃতিতে বলেছেন, গুপ্তচর বেলুন থেকে শুরু করে চিনা কমিউনিস্ট পার্টি আমেরিকানদের ওপর টিকটকের মাধ্যমে গুপ্তচরবৃত্তি করে।

আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই তাঁদের নজরে এসেছে। তিনি বলেন, বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে। আমরা সতর্ক ভাবে ওর গতিবিধির উপর নজর রাখছি।

তবে ওই বেলুনটিকে আমেরিকার কোন পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কত উচ্চতায় উড়তে দেখা গিয়েছে, সে বিষয়ে কোনও তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র। আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার নাগরিকত্ব নেওয়া চিনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচরবৃত্তির কাজে লাগাচ্ছে বেজিং। প্রথমে বেলুনটি গুলি করে নামানোর কথা ভাবা হচ্ছিল। কিন্তু বেলুনটির মধ্যে কোনও তেজস্ক্রিয় পদার্থ থাকলে ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে বিপত্তি ঘটার আশঙ্কা। তাই ওই পরিকল্পনা বাতিল করা হয়।

আরও পড়ুন-একের বদলা ৯০, খালিদ খুরসানির মৃত্যুর বদলা নিতেই হামলা, কে তিনি?

 

Advertisement

POST A COMMENT
Advertisement