Corona Returns : হাসপাতালে রোগীর ভিড়, মৃত্যু; চিন-সিঙ্গাপুর-থাইল্যান্ডে হু হু করে বাড়ছে করোনা

ফের করোনার প্রকোপ। সেই চিনেই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। যার জেরে আতঙ্ক এশিয়ার আরও অন্য দেশে। সিঙ্গাপুরে গত ১০ সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

Advertisement
হাসপাতালে রোগীর ভিড়, মৃত্যু; চিন-সিঙ্গাপুর-থাইল্যান্ডে হু হু করে বাড়ছে করোনা Representative Image
হাইলাইটস
  • ফের করোনার প্রকোপ
  • সেই চিনেই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

ফের করোনার প্রকোপ। সেই চিনেই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। যার জেরে আতঙ্ক এশিয়ার আরও অন্য দেশে। সিঙ্গাপুরে গত ১০ সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেখানে শুধু গত সপ্তাহে ৩০ শতাংশ বেড়েছে। চিন ও থাইল্যান্ডেও বাড়ছে সংক্রমিত। 

১০ মে পর্যন্ত হংকংয়ে আক্রান্তের সংখ্যা ছিল ১০৪২। তার আগের সপ্তাহে ৯৭২ জন আক্রান্ত ছিলেন। সেখানকার প্রশাসনের তরফে জানানো হয়েছে, মার্চ মাসের শুরুতে করোনায় প্রথম সংক্রমিতের হদিশ মেলে। তারপর থেকে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়তে থাকে। মার্চ মাসে প্রতি সপ্তাহে গড়়ে ৩৩ জন আক্রান্ত হচ্ছিলেন। তবে মার্চের শেষ থেকে আক্রান্তের শতকরা হার বাড়তে শুরু করে। প্রথম দিকে ০.৩১ শতাংশ ছিল সংক্রিতের হার। তাই এখন বেড়ে হয়েছে প্রায় ১৪ শতাংশ। গত ১৫ দিনে একাধিক জনের মৃত্যুও হয়েছে।

হংকংয়ের সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, সবাইকে দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জ্বর-সর্দি হলে হাসপাতালে যোগাযোগ করা প্রয়োজন। 

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তাঁদের জন্যও আলাদা নির্দেশিকা জারি করেছে সরকার। কোভিডে আক্রান্ত হলে কমপক্ষে ছয় মাস পরে ফের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

করোনার জেরে উদ্বেগ বেড়েছে সিঙ্গাপুরেও। সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। এপ্রিলের শেষ সপ্তাহে সেই দেশে সংক্রমিতের সংখ্যা ছিল ১১,১১০। অথচ ৩ মে-র মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪,২০০। প্রতিদিন প্রায় ১০২ থেকে ১৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। 

চলতি বছরের প্রথম থেকেই থাইল্যান্ডে করোনা ধরা পড়ে। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭১ হাজারেরও বেশি। চিনেও সংক্রমণ বাড়ছে। তবে সেদেশে সংখ্যা এখনও সরকারিভাবে জানানো হয়নি। 
 

POST A COMMENT
Advertisement