Pervez Musharraf Passes Away: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ
প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ। দীর্ঘ অসুস্থতার পরে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।
প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ- নতুন দিল্লি,
- 05 Feb 2023,
- (Updated 05 Feb 2023, 12:09 PM IST)
হাইলাইটস
- অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন পারভেজ মোশারফ
- দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন
প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ। দীর্ঘ অসুস্থতার পরে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান মোশারফের বয়স হয়েছিল ৭৯ বছর।
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন, একটি বিরল রোগ যা শরীর জুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে। অ্যামাইলয়েড প্রোটিনের কারণে মানব শরীরের অঙ্গ এবং টিস্যুগুলি সঠিকভাবে কাজ করতে পারে না।
আরও পড়ুন: US Shoots Down Chinese Spy Balloon: মার্কিন যুদ্ধবিমান থেকে গুলি, আটলান্টিক মহাসাগরে ধ্বংস চিনা 'গুপ্তচর বেলুন'
গত বছরের ১০ জুন মোশারফের পরিবার ট্যুইটারে বিবৃতি জারি করে জানায় যে পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক এমন একটি পর্যায়ে রয়েছেন, যেখান থেকে সুস্থ হওয়া অসম্ভব। তাঁর অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দিচ্ছে।
১৯৯৯ সালে সফল সামরিক অভ্যুত্থানের পর মোশারফ পাকিস্তানের ক্ষমতায় বসেন। তিনি ছিলেন পাকিস্তানের দশম রাষ্ট্রপতি। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (CJCSC) দশম চেয়ারম্যান এবং ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত সপ্তম শীর্ষ জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মোশারফ।