Pervez Musharraf Passes Away: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ

প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ। দীর্ঘ অসুস্থতার পরে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।

Advertisement
প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফপ্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ
হাইলাইটস
  • অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন পারভেজ মোশারফ
  • দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন

প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ। দীর্ঘ অসুস্থতার পরে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান মোশারফের বয়স হয়েছিল ৭৯ বছর।

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন, একটি বিরল রোগ যা শরীর জুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে। অ্যামাইলয়েড প্রোটিনের কারণে মানব শরীরের অঙ্গ এবং টিস্যুগুলি সঠিকভাবে কাজ করতে পারে না।

আরও পড়ুন: US Shoots Down Chinese Spy Balloon: মার্কিন যুদ্ধবিমান থেকে গুলি, আটলান্টিক মহাসাগরে ধ্বংস চিনা 'গুপ্তচর বেলুন'

POST A COMMENT
Advertisement