US tariffs India 2025: ট্রাম্পের ৫০% ট্যারিফ বুধবার থেকেই, ঠিক কোন কোন জিনিসের দাম বাড়তে পারে? জরুরি তথ্য

একাধিক ভারতীয় পণ্যে ৫০% পর্যন্ত সুদ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামিকাল ২৭ অগাস্ট, বুধবার থেকে এই নয়া ট্যারিফ লাগু হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও গোটা বিষয়টি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।

Advertisement
ট্রাম্পের ৫০% ট্যারিফ বুধবার থেকেই, ঠিক কোন কোন জিনিসের দাম বাড়তে পারে? জরুরি তথ্যকাল থেকেই লাগু ট্রাম্পের ট্যারিফ, ঠিক কোন কোন জিনিসের দামে প্রভাব? রইল তালিকা।
হাইলাইটস
  • একাধিক ভারতীয় পণ্যে ৫০% পর্যন্ত সুদ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
  • আগামিকাল ২৭ অগাস্ট, বুধবার থেকে এই নয়া ট্যারিফ লাগু হচ্ছে।
  • এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও গোটা বিষয়টি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।

US tariffs India 2025: একাধিক ভারতীয় পণ্যে ৫০% পর্যন্ত সুদ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামিকাল ২৭ অগাস্ট, বুধবার থেকে এই নয়া ট্যারিফ লাগু হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও গোটা বিষয়টি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তবে এরপরেও অনেকের কাছে পুরো বিষয়টি স্পষ্ট নয়। ঠিক কোন কোন ক্ষেত্রে ট্রাম্প সুদ চড়িয়েছেন? প্রধানমন্ত্রীর 'আমরা প্রস্তুত', আশ্বাসবাণীর তাৎপর্যই বা কী? পুরোটাই জানতে পারবেন bangla.aajtak.in এর এই প্রতিবেদনে। শেষে সম্পূর্ণ তালিকাও দিয়ে দেওয়া হল। 

মার্কিন যুক্তরাষ্ট্র এবার থেকে ভারত থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করবে। আগের ২৫% এর সঙ্গে এটা যোগ হয়ে মোট ট্যারিফের পরিমাণ দাঁড়াচ্ছে ৫০%।

প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার (Aug 6) এর মাধ্যমে এই ঘোষণা করেন। রাশিয়ার থেকে তেল কেনার 'শাস্তি' হিসাবেই তিনি এই কর চাপাচ্ছেন বলে দাবি করেন। যদিও চিন রুশ তেলের বৃহত্তম ক্রেতা হলেও, সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ট্রাম্প।

কোন প্রোডাক্টে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে?

প্রোডাক্ট আগের ট্যারিফ ২৭ অগাস্ট থেকে যা হচ্ছে
পোশাক, টেক্সটাইল ২৫% ৫০%
গয়না, চামড়া, জুতো ২৫% (জুতো: ২০–২৯%) ৫০% (- জুতো: ৪৬–৫৫%)
মেরিন প্রোডাক্টস ৩৩.২৬% ৫৮.২৬%
অটোমোবাইল ও যন্ত্রাংশ ২৫% ৫০%
কৃষি ও ডেয়ারি প্রোডাক্টস ২৫% ৫০%

উল্লেখ্য, ফার্মাসিউটিক্যালস, সেমিকন্ডাক্টর, এনার্জি এবং ইমপরট্যান্ট মিনারেলসের মতো সেক্টরগুলিতে নতুন করে কোনও ট্যারিফ চাপানো হয়নি। সেগুলি এখনও শুল্কমুক্তই আছে।

আমরা প্রস্তুত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
সোমবার গুজরাতের সভা থেকেই এই ট্যারিফের প্রসঙ্গে আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, 'আমরা সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত। কৃষকের, ক্ষুদ্র ব্যবসায়ীদের, গবাদিপশু পালকদের স্বার্থই আমার কাছে সবার আগে। তাঁদের লাভের বিষয়টি আমি কখনই ভুলব না। যতই চাপ আসুক না কেন, তাতে আমাদের শক্তি বাড়বে বই কমবে না।' 

রফতানিকারকরা কী বলছেন?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২৭ অগাস্টের আগেই বহু রফতানিকারক বিপুল পরিমাণে টেক্সটাইল, গয়না, মেরিন প্রোডাক্টস অ্যাডভান্সের রফতানি করে রেখেছেন। যত দ্রুত সম্ভব আগামী কয়েক মাসের অর্ডার মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। 

তবে, এক সময় এই পণ্যগুলি বর্ধিত ট্যারিফেই রফতানি করতে বাধ্য হবেন তাঁরা। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে এর প্রভাব কী হতে পারে? সেই বিষয়ে বিশদে জানতে পড়ুন এই প্রতিবেদনটি(CLICK HERE)

Advertisement

POST A COMMENT
Advertisement