ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ (Most Populous Country)। জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গেল ভারত (India)। ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘ (United Nations)। ভারতে বর্তমানে জনসংখ্যা ১৪২.৮৬ কোটি। চিনের সেখানে ১৪২.৫৭ কোটি। চিনের চেয়ে ২৯ লক্ষের বেশি জনসংখ্যা ভারতে।
রাষ্ট্রসঙ্ঘের FPA-র দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩ বলছে, এর আগে ১৯৫০ সালে চিনের জনসংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিল ভারত। বস্সুত, ২০২২ সালেই রাষ্ট্রসঙ্ঘের অনুমান ছিল, চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে ভারত। ২০২৩ সালেই সেই অনুমান সত্যি হয়ে গেল।
কবে চিনকে ছাপাল ভারত?
UNFPA-র মিডিয়া অ্যাডভাইজারের কথায়, 'এটা স্পষ্ট নয়, ভারত জনসংখ্যায় ঠিক কবে চিনকে ছাপিয়ে গিয়েছে। আসলে দুটি দেশের তুলনা করা একটু কঠিন। কারণ, দুটি দেশের ডেটা কালেকশনে কিছু পার্থক্য রয়েছে। তবে এটা স্পষ্ট, গত বছর চিনের জনসংখ্যা চরম সীমায় পৌঁছে যায়। তারপর থেকে চিনে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। অন্যদিকে ভারতে জনসংখ্যা বেড়েই চলেছে। যদিও ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৮০ সালের পর থেকে কমতে শুরু করেছে।' যার নির্যাস, যে হারে ভারতের জনসংখ্যা বাড়ছিল, সেই হারে আর বাড়ছে না।
আরও পড়ুন: World Population: বিশ্বের জনসংখ্যা সামনে সপ্তাহে ৮০০ কোটি পেরোচ্ছে, এরপর কী ঘটবে?
ভারতে কোন বয়সের কত জনসংখ্যা?
রিপোর্টে বলা হচ্ছে, ভারতের মোট জনসংখ্যার ২৫ শতাংশ মানুষের বয়স ১৪ বছরের মধ্যে। ১৮ শতাংশের বয়স ১০ থেকে ১৯ বছরের মধ্যে। ১০ থেকে ২৪ বছর বয়সের জনসংখ্যা ২৬ শতাংশ। ১৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে জনসংখ্যা ৬৮ শতাংশ। ৬৫ বছরের ঊর্ধ্বে বয়স, তার শতকরা হার ৭ শতাংশ।
২০৫৫ সালের মধ্যে ১৬৬ কোটি হবে জনসংখ্যা
আমেরিকার একটি রিপোর্ট বলছে, অষ্টাদশ শতকে ভারতে মোটামুটি ১২ কোটি জনসংখ্যা ছিল। ১৮২০ খ্রিস্টাব্দে ভারতে জনসংখ্যা ছিল ১৩.৪০ শতাংশ। উনিশ শতক ঢুকতেই ২৩ কোটি পেরিয়ে যায় জনসংখ্যা। ২০০১ সালে ভারতের জনসংখ্যা ১০০ কোটি পেরিয়ে যায়। বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সালে ভারতে ১৬৬ কোটি জনসংখ্যা হবে।