Los Angeles Wildfire: দাউ দাউ করে জ্বলছে হলিউড, দাবানলে বধ্যভূমি লস অ্যাঞ্জেলস, মৃত্যু বাড়ছে

Hollywood Hills Fire: এমনকী হলিউডের ডলবি থিয়েটার, যেখানে প্রতি বছর অস্কার পুরস্কারের মঞ্চ তৈরি হয়, সেই এতিহাসিক ডলবি থিয়েটারও এই দাবানলে পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছাই হয়ে যেতে পারে হলিউড ওয়াক অফ ফেমও।

Advertisement
দাউ দাউ করে জ্বলছে হলিউড, দাবানলে বধ্যভূমি লস অ্যাঞ্জেলস, মৃত্যু বাড়ছেলস অ্যাঞ্জেলসে দাবানল
হাইলাইটস
  • ছাই হয়ে যেতে পারে হলিউড ওয়াক অফ ফেমও
  • হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন
  • বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে

Los Angeles Fire: ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ার (California Fire) জঙ্গলে। বিস্তীর্ণ এলাকা জ্বলছে লস অ্যাঞ্জেলসে। যার নির্যাস, হলিউডের সব কাজ বন্ধ। বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। গোটা হলিউড হিলস দাউ দাউ করে জ্বলছে। লস অ্যাঞ্জেলসের দমকল দফতর জানিয়েছে, প্রায় ২০ একর জুড়ে আগুন জ্বলছে রুনিয়ন ক্যানিয়ন ও ওয়াটলস পার্কের মধ্যবর্তী এলাকা। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রচুর জন্তু-জানোয়ারেরও মৃত্যুর আশঙ্কা। 

ছাই হয়ে যেতে পারে হলিউড ওয়াক অফ ফেমও

এমনকী হলিউডের ডলবি থিয়েটার, যেখানে প্রতি বছর অস্কার পুরস্কারের মঞ্চ তৈরি হয়, সেই এতিহাসিক ডলবি থিয়েটারও এই দাবানলে পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছাই হয়ে যেতে পারে হলিউড ওয়াক অফ ফেমও। সব মিলিয়ে পরিস্থিতি শোচনীয়। এই গোটা পরিস্থিতির জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখলেন, 'কিছু মাছকে বাঁচাতে গিয়ে ক্যালিফোর্নিয়ার মানুষকে বিপদে ফেললেন গভর্নর। দমকল আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না। দেখুন, জো বাইডেন আমার জন্য কী কী ছেড়ে যাচ্ছেন। ধন্যবাদ জো।'

হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন

প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। হলিউড শিল্পীদের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আর যাতে কারও প্রাণ না যায়। কিন্তু পরিস্থিতি তেমন নয়। আরও প্রাণহানির আশঙ্কা আছে।' বহু মানুষ এখনও আগুনে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই পরিস্থিতির মধ্যেই তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনের কারণে পরিত্যক্ত বাড়িতে ঢুকে তারা চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ। আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও লস অ্যাঞ্জেলসে। তাঁকেও বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হ্যারিস এখন লস অ্যাঞ্জেলসে নেই।

Advertisement

দাউ দাউ করছে জ্বলছে হলিউড
দাউ দাউ করছে জ্বলছে হলিউড

বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে

শহরের পশ্চিম দিকের বসতি ঘিরে আগুন এগিয়ে আসায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত। উপকূল ধরে যে জাতীয় সড়ক গিয়েছে, সেটিই শহর থেকে বেরনোর প্রধান পথ। আগুনের শিখা এগিয়ে আসায় এই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে।

 

POST A COMMENT
Advertisement