Pakistan Problem: ঘরে-বাইরে প্রবল চাপে পাকিস্তান। একদিকে ভারতের তরফে পাল্টা অ্যাকশন, আর অন্যদিকে নিজেদের ঘরেই বিদ্রোহের আগুন। পাকিস্তান অধিকৃত গিলগিট-বাল্টিস্তানে (PoGB) জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সেনা ও সরকারের অত্যাচার আর সম্পদ লুটপাটের বিরুদ্ধে রীতিমতো জ্বলছে পুরো অঞ্চল। রবিবার শিগার জেলার রাস্তায় নেমে হাজার হাজার মানুষ পাক সেনা ও সরকারের বিরুদ্ধে গর্জে উঠলো—"আমাদের জমি, আমাদের খনিজ, আমাদের নদী– কেড়ে নিতে এলে পাহাড়েই কবর দেব!"
গিলগিট-বাল্টিস্তানের শিগার জেলায় বিশাল জনসমাবেশের আয়োজন করে স্থানীয় ‘কে-২ অ্যাকশন কমিটি’। তিসর, বাশো, হায়দরাবাদ, দাসুসহ আশপাশের গ্রামগুলোর মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসে। স্লোগান উঠল — "কব্জার কব্জা নামঞ্জুর!", "আমাদের খনিজ, আমাদের ভবিষ্যৎ!"
জনতার অভিযোগ— পাক সরকার ও সেনাবাহিনী গায়ের জোরে তাদের জমি ও খনিজ সম্পদ কেড়ে নিতে চাইছে। স্থানীয়দের কোনও সম্মতি ছাড়াই নতুন খনন নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়বে।
ধর্মীয় নেতা থেকে জনতা— সবার হুঁশিয়ারি
মজলিস ওয়াহদত-ই-মুসলিমিনের প্রধান ও শিয়া ধর্মগুরু আغا সৈয়দ আলি রিজভি পাক সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি বলেন, "গিলগিট-বাল্টিস্তানের সম্পদ এখানকার মানুষের। যদি পাকিস্তানকে ঋণ শোধ করতে হয়, যদি পাকিস্তানকে ধনী হতে হয়, তাহলে আগে শিগারের প্রতিটা শিশুর কাছে গিয়ে অনুমতি নিতে হবে। আর জোর করে কিছু নিতে এলে আল্লাহর কসম, এই পাহাড়েই তোমাদের কবর তৈরি হবে।"
পরিস্থিতি উত্তপ্ত, ভবিষ্যত অনিশ্চিত
শিগারে এভাবে জনতা যখন রাস্তায়, তখন গোটা গিলগিত-বাল্টিস্তানে ক্ষোভ ছড়িয়ে পড়ছে দাবানলের মতো।
পাকিস্তানের মাথাব্যথা এখন শুধু সীমান্তে ভারতের চাপ নয়, নিজেদের ঘরের বিদ্রোহও। এই আগুন কোথায় গিয়ে থামবে, তা এখনও বলা মুশকিল। তবে একথা পরিষ্কার— গিলগিট-বাল্টিস্তান এবার নিজেদের অধিকারের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত।